Get rid of mosquito in 5 minutes: ঘরোয়া উপায়েই ছুমন্তর মশা, দরকার নেই দামি দামি অল আউট থেকে গুড নাইট

Last Updated:
Get rid of mosquito in 5 minutes: প্রাকৃতিক উপায়ে মশা তাড়ানোর ব্যবস্থা বেশ কার্যকরী। তাই খুব সহজেই প্রাকৃতিক উপায়ে বানিয়ে নিতে পারবেন মশা তাড়ানোর জিনিস।
1/7
শীত পড়তেই মশার উপদ্রব আবার বাড়তে শুরু করেছে। আর এই মশা অনেক ধরনের রোগজীবাণুর সংক্রমণ ঘটিয়ে থাকে। তাই এই মশা অনেক সময়েই মানুষের মৃত্যুর কারণ হতে পারে।
শীত পড়তেই মশার উপদ্রব আবার বাড়তে শুরু করেছে। আর এই মশা অনেক ধরনের রোগজীবাণুর সংক্রমণ ঘটিয়ে থাকে। তাই এই মশা অনেক সময়েই মানুষের মৃত্যুর কারণ হতে পারে।
advertisement
2/7
মশার থেকে চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া, পীত জ্বর এই সমস্ত মারাত্মক রোগ সংক্রমিত হয়ে থাকে। কোন কিছুতেই মশা তাড়ানো একেবারে সহজ কাজ নয়।
মশার থেকে চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া, পীত জ্বর এই সমস্ত মারাত্মক রোগ সংক্রমিত হয়ে থাকে। কোন কিছুতেই মশা তাড়ানো একেবারে সহজ কাজ নয়।
advertisement
3/7
রাসায়নিক উপায়ে মশা তাড়ালে স্বাস্থের চরম ভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভবনা থাকে। তাই প্রাকৃতিক উপায়ে মশা তাড়ানোর ব্যবস্থা খুব ভাল। প্রাকৃতিক উপায়ে বানিয়ে নিতে পারবেন মশা তাড়ানোর জিনিস।
রাসায়নিক উপায়ে মশা তাড়ালে স্বাস্থের চরম ভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভবনা থাকে। তাই প্রাকৃতিক উপায়ে মশা তাড়ানোর ব্যবস্থা খুব ভাল। প্রাকৃতিক উপায়ে বানিয়ে নিতে পারবেন মশা তাড়ানোর জিনিস।
advertisement
4/7
গৃহিণী সুপর্ণা মিত্র জানান, নিম পাতার মশা তাড়ানোর বিশেষ একটি গুণ রয়েছে। নিম পাতা ও নারকেল তেল মিশিয়ে ত্বকে লাগিয়ে নিতে পারেন। দেখবেন মশা আপনার ধারে কাছে ভিড়বে না। খুব সহজেই মশা থেকে মুক্তি পাবেন।
গৃহিণী সুপর্ণা মিত্র জানান, নিম পাতার মশা তাড়ানোর বিশেষ একটি গুণ রয়েছে। নিম পাতা ও নারকেল তেল মিশিয়ে ত্বকে লাগিয়ে নিতে পারেন। দেখবেন মশা আপনার ধারে কাছে ভিড়বে না। খুব সহজেই মশা থেকে মুক্তি পাবেন।
advertisement
5/7
গবেষণায় দেখা গিয়েছে তুলসির মতো পুদিনা পাতারও রয়েছে মশা দূরে রাখার দারুণ ক্ষমতা। নারকেল তেলের সঙ্গে পুদিনার রস মিশিয়ে এই তেল বানিয়ে ব্যবহার করুন। এই তেল গায়ে মাখলে মশা কাছে আসবে না।
গবেষণায় দেখা গিয়েছে তুলসির মতো পুদিনা পাতারও রয়েছে মশা দূরে রাখার দারুণ ক্ষমতা। নারকেল তেলের সঙ্গে পুদিনার রস মিশিয়ে এই তেল বানিয়ে ব্যবহার করুন। এই তেল গায়ে মাখলে মশা কাছে আসবে না।
advertisement
6/7
থাই লেমন গ্রাসে আছে ‘সাইট্রোনেলা অয়েল’। যা থেকে বের হয় একধরনের শক্তিশালী সুগন্ধ। এই সুগন্ধ কিন্তু মশাদের দূরে রাখে। মশারা এর কাছেও ঘেঁষে না। এই লেমন গ্রাসের রস বানিয়ে ঘরে স্প্রে করতে পারেন।
থাই লেমন গ্রাসে আছে ‘সাইট্রোনেলা অয়েল’। যা থেকে বের হয় একধরনের শক্তিশালী সুগন্ধ। এই সুগন্ধ কিন্তু মশাদের দূরে রাখে। মশারা এর কাছেও ঘেঁষে না। এই লেমন গ্রাসের রস বানিয়ে ঘরে স্প্রে করতে পারেন।
advertisement
7/7
সুপর্ণা মিত্র আরোও জানান, মশা কর্পূরের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। কর্পূর ও নারকেল তেল মিশিয়ে গায়ে লাগাতে পারেন। কিংবা কর্পূর ও কেরোসিন তেল মিশিয়ে ঘরে স্প্রে করতে পারেন।
সুপর্ণা মিত্র আরোও জানান, মশা কর্পূরের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। কর্পূর ও নারকেল তেল মিশিয়ে গায়ে লাগাতে পারেন। কিংবা কর্পূর ও কেরোসিন তেল মিশিয়ে ঘরে স্প্রে করতে পারেন।
advertisement
advertisement
advertisement