TRENDING:

Cooch Behar Durga Puja 2022 II ইসকন মন্দিরের চন্দ্র উদয় মন্দিরের আদলে তৈরি পুজো মণ্ডপ!

Last Updated:

কোচবিহারের টাকাগাছ এলাকার কিশোর সংঘ ক্লাব ও পাঠাগার এ বছর তৈরি করেছে ইসকন মন্দিরের চন্দ্র উদয় মন্দিরের আদলে দুর্গা পুজোর মণ্ডপ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার : কোচবিহারের টাকাগাছ এলাকার কিশোর সংঘ ক্লাব ও পাঠাগার এ বছর তৈরি করেছে ইসকন মন্দিরের চন্দ্র উদয় মন্দিরের আদলে দুর্গা পুজোর মণ্ডপ। প্রতিবছর কোচবিহার জেলার যে সমস্ত দুর্গা পুজোর কমিটিরা নিত্য নতুন থিম এর মাধ্যমে বিপুল সংখ্যক দর্শনার্থীদের মন আকর্ষণ করে। তার মধ্যে এই টাকাগাছ এলাকার কিশোর সংঘ ক্লাব ও পাঠাগার অন্যতম। কোচবিহার শহরের মধ্যেই অবস্থিত হলেও। কোচবিহার টাকাগাছ এলাকাটি গ্রামাঞ্চলই বলা চলে। এই এলাকার চারিপাশে রয়েছে প্রচুর আবাদি জমি। এবং গ্রাম্য পরিবেশ।
advertisement

তবে গ্রাম্য এলাকায় হলেও এই পুজো সাধারণ মানুষের মন জয় করে নেয় প্রতি বছর। এ বছর কিশোর সংঘ ও পাঠাগারের থিম তৈরি করতে সময় লেগেছে প্রায় দুই মাসের বেশি। কোচবিহারের শিল্পীদের নিপুণ শিল্প কলা সুন্দর করে ফুটিয়ে তুলেছে এই পুজো মণ্ডপের ভেতরের ও বাইরের বিভিন্ন কারুকার্য। এখনো পর্যন্ত মোট ১৫ থেকে ১৬ লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে এই পুজো মন্ডপ তৈরি করতে ও পুজোর মধ্যে। তবে গ্রাম্য এলাকা হওয়ার কারণে এই বিপুল অংকের টাকার যোগান করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ক্লাব কর্তৃপক্ষকে।

advertisement

আরও পড়ুনঃ হোগলা পাতা দিয়ে তৈরি হয়েছে পুজো মন্ডপ!

ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য, "প্রতিবছর পুজোর যে বাজেট করে পুজোর কর্মকাণ্ড শুরু করা হয়। পুজো শেষ হওয়ার পর দেখতে পাওয়া যায় সেই বাজেট অতিক্রম করে চলে গেছে মোট টাকার পরিমাণ। তাই অগ্রিম কোনভাবেই বলা সম্ভব নয় যে পুজোর মোট বাজেট কত রয়েছে।" কোচবিহার জেলা শহরের আশেপাশের গ্রাম্য পরিবেশের যে সমস্ত পুজো গুলি প্রতিবছর নিত্য নতুন থিম তৈরির মাধ্যমে প্রচুর সংখ্যক দর্শনার্থী ও পুণ্যার্থীদের মন জয় করে।

advertisement

View More

আরও পড়ুনঃ সাবেকি প্রতিমা ও বাঁশের কাজের মণ্ডপ সজ্জা নজর কেড়েছে কোচবিহাবাসীর

তার মধ্যে কোচবিহার টাকাগাছ এলাকার কিশোর সংঘ ক্লাব ও পাঠাগার অন্যতম। প্রতিবছর দুর্গা পুজোর আসার আগে থেকে সমগ্র কোচবিহারবাসি অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে এই কমিটির দুর্গা পুজোর মন্ডপটি দেখার জন্য। সবশেষে বলতেই হয় কোচবিহার জেলার সদর শহরের লাগোয়া গ্রাম্য এলাকার দুর্গা পুজো গুলির মধ্যে অন্যতম সেরা পুজো হলো টাকাগাছ কিশোর সংঘ ক্লাব ও পাঠাগারের দুর্গাপুজো।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar Durga Puja 2022 II ইসকন মন্দিরের চন্দ্র উদয় মন্দিরের আদলে তৈরি পুজো মণ্ডপ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল