Cooch Behar Durga Puja 2022 II সাবেকি প্রতিমা ও বাঁশের কাজের মণ্ডপ সজ্জা নজর কেড়েছে কোচবিহাবাসীর

Last Updated:

করোনা পরবর্তী এই বর্তমান সময়ে কোচবিহার জেলার গ্রামীণ এলাকার পুজো গুলিও রীতিমতো সাড়া ফেলেছে সকলের মধ্যে। যৎসামান্য বাজেট ও ছোট পুজো মন্ডপ থাকলে কি হবে।

+
title=

#কোচবিহার : করোনা পরবর্তী এই বর্তমান সময়ে কোচবিহার জেলার গ্রামীণ এলাকার পুজো গুলিও রীতিমতো সাড়া ফেলেছে সকলের মধ্যে। যৎসামান্য বাজেট ও ছোট পুজো মন্ডপ থাকলে কি হবে। অভাবনীয় থিমের মাধ্যমে গোটা কোচবিহারবাসী তথা সকল দর্শনার্থীদের নজর আকর্ষণ করেছে এই সমস্ত পুজো মণ্ডপ গুলি। এমনই একটি গ্রামীন এলাকার পুজো হল কোচবিহার যুবতীর্থ ক্লাব ও পাঠাগারের দুর্গা পুজো। এবছর তাদের দুর্গাপুজো ৫৩ তম বর্ষে পদার্পণ করেছে।
নিজেদের সাধ্যের সামান্য বাজেটের মধ্যে এবছর দারুন আকর্ষণীয় থিম পুজো তৈরি করেছে তারা। আনুমানিক লক্ষ টাকা বাজেটের মধ্যে এই সম্পূর্ন পুজোর আয়োজন করা হয়েছে। সম্পূর্ন পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে তৈরি হয়েছে গোটা পুজো মন্ডপটি। গোটা মন্ডপ জুড়ে রয়েছে বাঁশের বিভিন্ন কারুকার্য জিনিসপত্র। এছাড়া এই পুজো কমিটির মাতৃ মূর্তি এখানে সাবেকি ধরনের তৈরি করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ 'পাখি বাঁচাও'! এই থিমেই এবছর বাজিমাত করছে কোচবিহার নিউটাউন ইউনিট
গোটা মণ্ডপ জুড়ে ছড়িয়ে রয়েছে বাঁশের কুলো শুরু করে বাঁশের ডালি। এছাড়াও রয়েছে বাঁশের মাধ্যমে তৈরি কিছু পুতুল। গোটা পুজো মণ্ডপটি ছোট হলেও, একটা অন্যরকম আকর্ষণ রয়েছে পুজো মণ্ডপটির মধ্যে। মাটির গন্ধ মেশানো গ্রাম বাংলার এই পুজো মণ্ডপ স্বল্প বাজেটে তৈরি হলেও নিজের সৌন্দর্যের জন্য প্রচুর দর্শনার্থীদের মন আকর্ষণ করছে।
advertisement
advertisement
 
 
Sarthak Pandit
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar Durga Puja 2022 II সাবেকি প্রতিমা ও বাঁশের কাজের মণ্ডপ সজ্জা নজর কেড়েছে কোচবিহাবাসীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement