Cooch Behar Durga Puja 2022 II হোগলা পাতা দিয়ে তৈরি হয়েছে পুজো মন্ডপ!

Last Updated:

কোচবিহার জেলার অন্যতম সেরা পুজো গুলির মধ্যে একটি হল বুড়ির পাট ক্লাব ও ব্যায়ামাগারে দুর্গা পুজো। এবছর তাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ দুর্গা পুজো উদযাপন করা হচ্ছে।

+
হোগলা

হোগলা পাতা দিয়ে তৈরি হয়েছে বুড়ির পাটের পুজো মন্ডপ

#কোচবিহার : কোচবিহার জেলার অন্যতম সেরা পুজো গুলির মধ্যে একটি হল বুড়ির পাট ক্লাব ও ব্যায়ামাগারে দুর্গা পুজো। এবছর তাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ দুর্গা পুজো উদযাপন করা হচ্ছে। বিগত দুই বছর করোনা কারণে পুজো সেরকম জাকজমক পূর্ণ হয়নি। তাই এই বছর পুজোর আকার ও বাজেট দুটোই অনেকাংশে বৃদ্ধি পেয়েছে বুড়ির পাট ক্লাবের পুজোর। এবছর তাদের পুজোর থিম করা হয়েছে হোগলা পাতা দিয়ে তৈরি করা দক্ষিণ ভারতের প্রাচীণ চৌ সাম্রাজ্যের একটি মহল। এই মণ্ডপের ভেতরে ও বাইরে নিপুণ ও দক্ষ হতে তৈরি করা হয়েছে বিভিন্ন কারুকার্য।
মোট ৩৫ লক্ষ টাকার বাজেটের মধ্যে তৈরি করা হয়েছে এই পুজোর মণ্ডপ ও মূর্তি। কোচবিহার শহরের প্রায় সমস্ত পুজো কমিটি এবছর পরিবেশ বান্ধব উপায়ে তৈরি করেছে তাদের পুজো মণ্ডপ। তবে সম্পূর্ন পরিবেশ বান্ধব উপায়ে অনেকটাই বড় আকারের পুজো মণ্ডপ বানিয়ে দর্শনার্থীদের রীতিমত তাক লাগিয়েছে এই কোচবিহার বুড়ির পাট ক্লাব ও ব্যায়ামাগারে দুর্গা পুজো কমিটি। শুধুমাত্র পুজো মণ্ডপই নয়। মণ্ডপের পাশাপশি মাতৃ মূর্তির মধ্যেও রয়েছে বিশেষত্ব।
advertisement
আরও পড়ুনঃ 'পাখি বাঁচাও'! এই থিমেই এবছর বাজিমাত করছে কোচবিহার নিউটাউন ইউনিট
প্রাচীণ চৌ সাম্রাজ্যের বিভিন্ন মূর্তির আদলে তৈরি করা হয়েছে এই মাতৃ মূর্তি। ইতিমধ্যেই বিভিন্ন সংবাদমাধ্যমের কাছ থেকে তারা পেয়েছে সেরা পুজোর তকমা। তাই স্বভাবতই খুশি হয়ে রয়েছেন পুজো কমিটির সকল সদস্য। দুর্গা পুজোর চতুর্থীর মধ্যেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে এই পুজো মণ্ডপ। বিপুল পরিমাণ দর্শনার্থী ভিড় জমাচ্ছেন এই পুজো মণ্ডপ ও মাতৃ মূর্তি দেখতে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সাবেকি প্রতিমা ও বাঁশের কাজের মণ্ডপ সজ্জা নজর কেড়েছে কোচবিহাবাসীর
প্রায় সকলের বিস্ময় প্রকাশ করেছেন এই মণ্ডপ সজ্জা ও কারুকার্য দেখার পর। সকলেই অন্তত পক্ষে একবার পুজো মণ্ডপের ভেতরে ও বাইরে দাঁড়িয়ে সেলফি কিংবা ফটো তুলেছেন। তাই নিঃসন্দেহে বলা সম্ভব এবছর কোচবিহার জেলার অন্যতম সেরা পুজো গুলির মধ্যে একটি কোচবিহার বুড়ির পাট ক্লাব ও ব্যায়ামাগারে দুর্গা পুজো।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar Durga Puja 2022 II হোগলা পাতা দিয়ে তৈরি হয়েছে পুজো মন্ডপ!
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement