কোচবিহারের স্কুল-কলেজে ইতিমধ্যে সরস্বতী পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। পাড়ার পুজো কমিটিগুলো আর কয়েক দিনের মধ্যে মণ্ডপ তৈরির কাজ শুরু করবে। এই পরিস্থিতিতে এখন বিশাল ব্যস্ততা কোচবিহার কুমোরটুলিতে। মৃৎশিল্পীরা জোরকদমে সরস্বতী মূর্তি তৈরির কাজ করছেন। তবে কোচবিহারের আবহাওয়া যেন সেই কাজে বাধ সেধেছে। দিনের বেশিরভাগ সময় কুয়াশাচ্ছন্ন হয়ে থাকছে চারপাশ। ফলে মাটির সরস্বতী মূর্তিগুলো শুকোতে সময় লাগছে। তবে এই বছর বিক্রি নিয়ে বেশ আশাবাদী মৃৎশিল্পীরা।
advertisement
আরও পড়ুন: শিলিগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডে ফের দাদাগিরি, বাইক থামিয়ে দিনে দুপুরে মারধর
কোচবিহার কুমোরটুলির প্রতিমা শিল্পী বাদল পাল এই প্রসঙ্গে বলেন, "দীর্ঘ ২ বছর করোনার কারণে সরস্বতী মূর্তি বিক্রি খুব একটা ভাল হয়নি। তবে এবছর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তাই মূর্তির সংখ্যা অনেকটাই বাড়ানো হয়েছে। আশা করি ভাল বিক্রিবাটা হবে এবং দুটো পয়সার মুখ দেখতে পারব আমরা।" অপর প্রতিমা শিল্পী অলোক পালের বক্তব্য, "কোচবিহারে ইতিমধ্যেই শীতের আমেজ বেশ জাঁকিয়ে পড়তে শুরু করেছে। তাই দিনের বেশিরভাগ সময় কুয়াচ্ছন্ন হয়ে থাকছে পরিবেশ। মূর্তির মাটি শুকোতে অনেকটা সময় লাগছে। তাই কিছুটা হলেও সমস্যায় পড়তে হচ্ছে। তবে সকলেই এই বছর বিক্রি ভাল হওয়ার আশা করছে।"
আবহাওয়া যদি এইরকম থাকে তবে সরস্বতী পুজোর আগে রাত জেগে টানা কাজ করতে হবে কোচবিহারের মৃত শিল্পীদের। তবে সকলেরই আশা আবহাওয়ার উন্নতি হবে। রাতে জাঁকিয়ে ঠান্ডা পড়লেও দিনের বেলা চড়া রোদ উঠবে আবার।
সার্থক পণ্ডিত





