TRENDING:

Cooch Behar: স্বাধীনতার ৭৫তম বর্ষ পূর্তিতে হকি টুর্নামেন্ট কোচবিহারে

Last Updated:

স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে হকি টুর্নামেন্ট আয়োজন করার মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের দিনটিকে স্মরণীয় করে রাখতে উদ্যোগী হকি কোচবিহার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার : স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে হকি টুর্নামেন্ট আয়োজন করার মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের দিনটিকে স্মরণীয় করে রাখতে উদ্যোগী হকি কোচবিহার। আট দলীয় নকআউট হকি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে কোচবিহার ঢাংঢিংগুড়ি অঞ্চলের কাচুয়া উচ্চ বিদ্যালয় মাঠে। 'চক দে ইন্ডিয়া' সিনেমার মত করেই হকি খেলার মধ্যে দিয়ে দিয়ে গোটা দিনটিকে উদযাপন করছে ঢাংঢিংগুড়ি অঞ্চল। এই হকি টুর্নামেন্টের বিষয় নিয়ে হকির কোচ সঞ্জয় দাস বলেন, \"যেভাবে প্রতিনিয়ত আমরা হকির খেলার মান বাড়াতে সকাল বিকাল রোজ প্র্যাকটিস করে চলেছি। সেই জায়গায় এই ধরনের টুর্নামেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোচবিহারের হকি খেলোয়াড়দের আগ্রহ আরো অনেক বেশি বাড়িয়ে তোলে এই ধরনের টুর্নামেন্ট। তাই এই খেলার আয়োজন যারা করেছে সেই হকি কোচবিহারকে অসংখ্য ধন্যবাদ জানাই।\"
advertisement

যেখানে গোটা ভারতবর্ষ জুড়ে স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে যখন আনন্দে মেতে উঠেছে গোটা দেশবাসি। তখন আনন্দ উদযাপনের বিষয় নিয়ে কোন অংশ পিছিয়ে নেই কোচবিহার জেলাও। গোটা জোলা জুড়ে দেখা যাচ্ছে আনন্দের বাতাবরণ। সকাল থেকেই বিভিন্ন জায়গায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ উপভোগ করছে কোচবিহারবাসী।

আরও পড়ুনঃ বট গাছে জড়িয়ে রয়েছে এই প্রাচীন শিব মন্দির! কোথায়? জেনে নিন...

advertisement

টুর্নামেন্টের আয়োজনকারী সংস্থা হকি কোচবিহারের সেক্রেটারি উজ্জ্বল সরকার বলেন, \"প্রতিবছরই স্বাধীনতা দিবসে আমরা এই হকি খেলার আয়োজন করে থাকি। তবে এই বছর স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে দিনটিকে বিশেষভাবে স্মরণীয় করে রাখতে আট দলীয় হকি প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা। কোচবিহার জেলার সমস্ত হকি খেলোয়াড়দের হকি খেলার প্রতি আগ্রহ আরোও বাড়িয়ে তুলতে এই উদ্যোগটি গ্রহণ করেছি আমরা।\"

advertisement

View More

হকি কোচবিহারের ঠিকানা : Nageswarguri, Post - Dhangdhingguri, PS - Pundibari, Cooch Behar, 736165 ফোন নম্বর : 9733090996

আরও পড়ুনঃ সেতুতে জ্বলছে না আলো! ভরসা ‌যানবাহনের আলোই

তবে সবশেষে বলতেই হয় হকির সিনেমা 'চক দে ইন্ডিয়া' তে হকি খেলা নিয়ে যেভাবে সাধারণ মানুষের আগ্রহ বাড়ানোর চেষ্টা করা হয়েছিল। ঠিক অনেকটা এভাবেই কোচবিহার ঢাংঢিংগুড়ি অঞ্চলের হকি কোচবিহার এই প্রতিযোগিতামূলক হকি টুর্নামেন্ট আয়োজন করেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar: স্বাধীনতার ৭৫তম বর্ষ পূর্তিতে হকি টুর্নামেন্ট কোচবিহারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল