যেখানে গোটা ভারতবর্ষ জুড়ে স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে যখন আনন্দে মেতে উঠেছে গোটা দেশবাসি। তখন আনন্দ উদযাপনের বিষয় নিয়ে কোন অংশ পিছিয়ে নেই কোচবিহার জেলাও। গোটা জোলা জুড়ে দেখা যাচ্ছে আনন্দের বাতাবরণ। সকাল থেকেই বিভিন্ন জায়গায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ উপভোগ করছে কোচবিহারবাসী।
আরও পড়ুনঃ বট গাছে জড়িয়ে রয়েছে এই প্রাচীন শিব মন্দির! কোথায়? জেনে নিন...
advertisement
টুর্নামেন্টের আয়োজনকারী সংস্থা হকি কোচবিহারের সেক্রেটারি উজ্জ্বল সরকার বলেন, \"প্রতিবছরই স্বাধীনতা দিবসে আমরা এই হকি খেলার আয়োজন করে থাকি। তবে এই বছর স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে দিনটিকে বিশেষভাবে স্মরণীয় করে রাখতে আট দলীয় হকি প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা। কোচবিহার জেলার সমস্ত হকি খেলোয়াড়দের হকি খেলার প্রতি আগ্রহ আরোও বাড়িয়ে তুলতে এই উদ্যোগটি গ্রহণ করেছি আমরা।\"
হকি কোচবিহারের ঠিকানা : Nageswarguri, Post - Dhangdhingguri, PS - Pundibari, Cooch Behar, 736165 ফোন নম্বর : 9733090996
আরও পড়ুনঃ সেতুতে জ্বলছে না আলো! ভরসা যানবাহনের আলোই
তবে সবশেষে বলতেই হয় হকির সিনেমা 'চক দে ইন্ডিয়া' তে হকি খেলা নিয়ে যেভাবে সাধারণ মানুষের আগ্রহ বাড়ানোর চেষ্টা করা হয়েছিল। ঠিক অনেকটা এভাবেই কোচবিহার ঢাংঢিংগুড়ি অঞ্চলের হকি কোচবিহার এই প্রতিযোগিতামূলক হকি টুর্নামেন্ট আয়োজন করেছে।
Sarthak Pandit