Cooch Behar: সেতুতে জ্বলছে না আলো! ভরসা যানবাহনের আলোই
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
কোচবিহার এর মধ্যে দিয়ে বয়ে গেছে তোর্সা নদী। কোচবিহার সদর শহরের সাথে দিনহাটা মহকুমা এবং মাথাভাঙ্গা মহকুমার যোগসূত্র স্থাপন করার জন্য এই তোর্সা নদীর উপর দিয়ে বানানো হয়েছিল ঘুঘুমারি সেতু।
#কোচবিহার : কোচবিহার এর মধ্যে দিয়ে বয়ে গেছে তোর্সা নদী। কোচবিহার সদর শহরের সাথে দিনহাটা মহকুমা এবং মাথাভাঙ্গা মহকুমার যোগসূত্র স্থাপন করার জন্য এই তোর্সা নদীর উপর দিয়ে বানানো হয়েছিল ঘুঘুমারি সেতু। তবে এই সেতুটি তৈরি করার পর যে পথবাতি গুলি লাগানো হয়েছিল সেতুর মধ্যে। সেগুলি দীর্ঘদিন যাবত বিকল অবস্থায় পড়ে রয়েছে। অধিকাংশ পথবাতি ভেঙে গিয়েছে। তবে এই বিষয় নিয়ে সচেতন হচ্ছে না কোচবিহার জেলা প্রশাসন। এলাকার এক স্থানীয় ব্যবসায়ী মিনাজুর রহমান বলেন, \"সন্ধ্যার অন্ধকার নামলেই এই শুরুতে একমাত্র ভরসা যানবাহনের আলো। যানবাহন চলাচল না করলে সেতুটি সম্পূর্ণ অন্ধকার অবস্থা হয়ে থাকে। তাই চলাচল করতে সমস্যা হয়। আজ প্রায় ১৫ বছরের বেশি সময় ধরে এই সেতুর সমস্ত বাতি বিকল হয়ে রয়েছে।\"
advertisement
এই সেতুর ওপর দিয়ে সব সময় যানবাহন চলাচল করে। এই সেতুটি কোচবিহার একটি গুরুত্বপূর্ণ সেতুর মধ্যে অন্যতম। তবে কেন এই সেতুটি কে নিয়ে এত অবহেলা এই প্রশ্ন উঠছে বারংবার। দীর্ঘ এতটা সময় ধরে খারাপ হয়ে থাকা এই সেতুটির বাতি গুলোকে দ্রুত সংস্কার করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
এলাকার এক স্থানীয় যানচালক কুদ্দুস আলী জানান, \"বছরের অন্যান্য সময় এখান দিয়ে যান চলাচল করতে খুব একটা অসুবিধা না হলেও। বৃষ্টির মৌসুমে খুবই সমস্যায় পড়তে হয়। সেতুর বিভিন্ন জায়গায় জল জমে থাকলে বুঝতে অসুবিধা হয় কোথায় গর্ত রয়েছে। তারপরে যেকোন সময় একটা দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকে যায়।\"
advertisement
এই সেতুটা নিয়ে প্রশ্ন করা হলে পূর্ত দফতরের পক্ষ থেকে কেউ কোনো রকম মন্তব্য করতে চাননি। তারা সোজাসুজি আঙ্গুল তুলে দিয়েছেন গ্রাম পঞ্চায়েতের দিকে। তবে গুড়িয়াহাটি ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে কথা বলতে গেলে তিনি পরিষ্কার জানিয়ে দেন এ বিষয়টি সম্পূর্ণ রকমভাবে পূর্ত দফতরের অধীনে রয়েছে।
advertisement
Sarthak Pandit
Location :
First Published :
August 13, 2022 6:46 PM IST