TRENDING:

Heritage Kabiraj Garden: রাজ আমলের বাগান সংস্কারে উদ্যোগ! জৌলুস ফিরিয়ে আনতে একাধিক ভাবনা

Last Updated:

বাগানে আবারও ভেষজ গাছ পালা লাগানো হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে বাগানটি। সেই মর্মে গোটা বাগানের পরিস্থিতি ইতিমধ্যেই সরে জমিনে ক্ষতিয়ে দেখেছেন সরকারি আধিকারিকেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: রাজ আমলের ঐতিহ্যবাহী কোচবিহার সদর শহরে অবস্থিত একটি বাগানের নাম কবিরাজ বাগান। এই বাগান একটা সময় কোচবিহার রাজাদের দ্বারা স্থাপন করা হয়েছিল। এই বাগানে ছিল বহু ধরনের ভেষজ ঔষধি গুনাবলি সম্পন্ন বিভিন্ন গাছপালা। তবে দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে তারপর থেকে। আর সময়ে সঙ্গে সঙ্গে সঠিক পরিচর্যার অভাবে ধুঁকতে শুরু করেছে রাজ আমলের হেরিটেজ এই বাগানটি।
advertisement

বর্তমান সময়ে এই বাগানটি রয়েছে কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের অধীনে। তবে বাগানটি বর্তমান পরিস্থিতির দেখতে বাগানটি কবিরাজ বাগানের চাইতে ভূতুড়ে বাগান হিসেবেই মনে হয়। তবে এই বাগানে বহু সময় ধরে বসবাস করছে এক ধরনের বিরল প্রজাতির বাদুর। এই বাদুর গুলি মূলত ফল খেকো বাদুড়ের প্রজাতি।

তবে বর্তমান সময়ে এই বাগানটির সংস্কারে উদ্যোগ গ্রহণ করেছে কোচবিহার জেলা প্রশাসনিক স্তরের কর্তারা। এই বাগানটি পুনরায় সংস্কার করে বাগানটির পুরনো জৌলুস আবার ফিরিয়ে আনার চেষ্টা করছেন তাঁরা। বাগানে আবারোও ভেষজ গাছ পালা লাগানো হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে বাগানটি। সেই মর্মে গোটা বাগানের পরিস্থিতি ইতিমধ্যেই সরে জমিনে ক্ষতিয়ে দেখেছেন সরকারি আধিকারিকেরা।

advertisement

View More

তবে বাগানটির যাতে সঠিক পরিচর্যা হয়। এবং বাগানের মধ্যে যেন আবর্জনা আর না ফেলা হয় সেই বিষয়ে ইতিমধ্যেই আবেদন জানানো হয়েছে স্থানীয় মানুষদের কাছে। তবে বাগানের জীব বৈচিত্র যাতে কোন ভাবেই ক্ষতিগ্রস্থ না হয় সেই বিষয়ে সরকারি আধিকারিকদের কাছে আবেদন জানিয়েছেন পরিবেশ প্রেমী সংগঠনের মানুষেরা

advertisement

আরও পড়ুন: North 24 Parganas News: হারিয়ে যেতে বসেছে বসিরহাটের গামছা, চরম সমস্যায় তাঁত শিল্পীরা 

কোচবিহারের এক পরিবেশ প্রেমী সংগঠনের সদস্য অর্ধেন্দু বনিক জানান, \"রাজ আমলের এই হেরিটেজ বাগান দীর্ঘ সময় ধরে মানুষের কাছে পরিচিত বাদুর বাগান নামে। কারণ এই বাগানে প্রচুর বাদুর বসবাস করে। সময়ে সঙ্গে সঙ্গে করিরাজ বাগানের নামটি ধীরে ধীরে বাদুর বাগান হয়ে গিয়েছে লোকের মুখে মুখে। এছাড়াও এই বাগানে প্রচুর শেয়াল ও কিছু বন বিড়াল রয়েছে। যাদের প্রায়শই দেখতে পাওয়া যায় এলাকায়।

advertisement

আরও পড়ুন: Howrah News: দক্ষিণেশ্বরের নবরত্ন মন্দিরের আদলে হাওড়ায় নির্মিত কালী মন্দির

তাই প্রশাসনিক স্তরের কর্তাদের উচিত বাগানের জীব বৈচিত্র্যর কথা মাথায় রেখেই বাগানের সংস্কার কাজ করা।\" এছাড়াও স্থানীয় এক বাসিন্দা অতনু বণিক জানান, \"এই বাগান সকলের কাছে রাজ আমলের একটি ঐতিহ্য। তাই এই বাগান সংস্কার করা হলে সেটা খুব ভাল উদ্যোগ। তবে সব দিক মাথায় রেখেই করতে হবে গোটা বিষয়টি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Heritage Kabiraj Garden: রাজ আমলের বাগান সংস্কারে উদ্যোগ! জৌলুস ফিরিয়ে আনতে একাধিক ভাবনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল