TRENDING:

Cooch Behar: শেষ হয়েছে শ্রাবণী মেলা, কিন্তু হয়নি মাঠ পরিষ্কার!

Last Updated:

কোচবিহারের দিনহাটা মহকুমার অন্তর্গত বামনহাট এলাকায় প্রতি বছরের মতন এ বছরও আয়োজন করা হয়েছিল শ্রাবণী মেলার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বামনহাট : কোচবিহারের দিনহাটা মহকুমার অন্তর্গত বামনহাট এলাকায় প্রতি বছরের মতন এ বছরও আয়োজন করা হয়েছিল শ্রাবণী মেলার। তবে পুরনো দিনের তিক্ত অভিজ্ঞতার স্বীকার হতে হল এ বছরেও এলাকাবাসীকে। মেলা শেষ হয়ে গেলেও পরিষ্কার করা হলো না মেলার মাঠ। অপরিষ্কার, অপরিচ্ছন্ন মেলার মাঠের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠছে এলাকাবাসী। এলাকাবাসীদের মধ্যে শ্যামল বর্মন নামে এক ব্যক্তি জানান, \"প্রতিবছর এখানে শ্রাবণী মেলার আয়োজন করা হয়। তবে মেলা শেষ হয়ে গেল অপরিষ্কার অবস্থায় পড়ে থাকে মেলার মাঠ। এই মেলায় যে দুধ দই এবং জল ব্যবহার করা হয়। মেলা শেষ হওয়ার পর আমার জুড়ে ছড়িয়ে থাকে। আর তা পৌঁছে দুর্গন্ধ তৈরি করে। আর এই দুর্গন্ধের কারণেই আমরা অতিষ্ট হয়ে রয়েছি। এছাড়া অন্য কোন সমস্যা নেই।\"
advertisement

 

 

তবে এই মেলার মাঠ পরিষ্কার করার বিষয় নিয়ে এলাকাবাসীরা স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েছেন। তবে পঞ্চায়েতের দেখা না মিললেও পঞ্চায়েত সদস্যরা বারংবার এলাকা পরিদর্শন করে গেছেন মেলা শেষ হওয়ার পর। মেলার মাঠ পরিস্কার করার দায়িত্বে যে সাফাই কর্মী রয়েছেন। তাকেও জানানো হয়েছে মেলার মাঠ পরিষ্কার করার জন্য। তবে এখনো পর্যন্ত দেখা মেলেনি সেই সাফাই কর্মীর।

advertisement

View More

আরও পড়ুনঃ গাড়ির ধাক্কা অটোর পেছনে! কোনও মতে প্রাণে বাঁচলেন ‌যাত্রীরা

 

 

এলাকার আরেকজন স্থানীয় বাসিন্দা আরতী বর্মন বলেন, \"প্রতিবছর একই রকম অভিজ্ঞতার শিকার হতে হচ্ছে আমাদের। মেলা শেষ হয়ে গেল পরিষ্কার করা হয় না মাঠ। মাসের পর মাছ মাঠ অপরিষ্কার, অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকে। পঞ্চায়েত কে বারংবার জানিও কোন লাভ হওয়া হচ্ছে না।

advertisement

আরও পড়ুনঃ পুজোর ছুটির সেরা ডে আউট প্ল্যান কান্তেশ্বর ইকো-ট্যুরিজম পার্ক

 

 

তবে বিষয় নিয়ে নিরঞ্জন বর্মন নামে এক পঞ্চায়েত সদস্যকে প্রশ্ন করা হলে তিনি বলেন, \"আমরা বিষয়টা জানি, আমরা চেষ্টাও চালাচ্ছি যত দ্রুত সম্ভব মাঠ পরিস্কার করার। তবে স্বাধীনতা দিবস এবং অন্যান্য অনুষ্ঠান থাকার কারণে এখনো পর্যন্ত মাঠ পরিস্কার হয়নি। তবে আমি সাফাই কর্মীর সাথে কথা বলেছি দ্রুত মাঠপরিষ্কার করা হবে।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar: শেষ হয়েছে শ্রাবণী মেলা, কিন্তু হয়নি মাঠ পরিষ্কার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল