তবে এই মেলার মাঠ পরিষ্কার করার বিষয় নিয়ে এলাকাবাসীরা স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েছেন। তবে পঞ্চায়েতের দেখা না মিললেও পঞ্চায়েত সদস্যরা বারংবার এলাকা পরিদর্শন করে গেছেন মেলা শেষ হওয়ার পর। মেলার মাঠ পরিস্কার করার দায়িত্বে যে সাফাই কর্মী রয়েছেন। তাকেও জানানো হয়েছে মেলার মাঠ পরিষ্কার করার জন্য। তবে এখনো পর্যন্ত দেখা মেলেনি সেই সাফাই কর্মীর।
advertisement
আরও পড়ুনঃ গাড়ির ধাক্কা অটোর পেছনে! কোনও মতে প্রাণে বাঁচলেন যাত্রীরা
এলাকার আরেকজন স্থানীয় বাসিন্দা আরতী বর্মন বলেন, \"প্রতিবছর একই রকম অভিজ্ঞতার শিকার হতে হচ্ছে আমাদের। মেলা শেষ হয়ে গেল পরিষ্কার করা হয় না মাঠ। মাসের পর মাছ মাঠ অপরিষ্কার, অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকে। পঞ্চায়েত কে বারংবার জানিও কোন লাভ হওয়া হচ্ছে না।
আরও পড়ুনঃ পুজোর ছুটির সেরা ডে আউট প্ল্যান কান্তেশ্বর ইকো-ট্যুরিজম পার্ক
তবে এ বিষয় নিয়ে নিরঞ্জন বর্মন নামে এক পঞ্চায়েত সদস্যকে প্রশ্ন করা হলে তিনি বলেন, \"আমরা বিষয়টা জানি, আমরা চেষ্টাও চালাচ্ছি যত দ্রুত সম্ভব মাঠ পরিস্কার করার। তবে স্বাধীনতা দিবস এবং অন্যান্য অনুষ্ঠান থাকার কারণে এখনো পর্যন্ত মাঠ পরিস্কার হয়নি। তবে আমি সাফাই কর্মীর সাথে কথা বলেছি দ্রুত মাঠপরিষ্কার করা হবে।
Sarthak Pandit