কোচবিহারের এক দুলাল সরকার চাষি এমনটাই জানাচ্ছেন। দীর্ঘ সময় ধরে এই ফুল চাষ করার মধ্যে দিয়েই তিনি আর্থিক লাভের মুখ দেখছেন। চাষি দুলাল সরকার জানাচ্ছেন, \"এই ফুল দেখতে যেমনটা সুন্দর তেমনি বিক্রিও হয় প্রচুর পরিমাণে। সারা বছর এই ফুলের চাহিদা থাকে একেবারেই বেশি। তবে সেই তুলনায় এই ফুলের যোগান থাকে অনেকটাই কম। তাই যে কেউ এই ফুল চাষ করলে আর্থিক ভাবে স্বনির্ভরতার মুখ দেখতে পারবেন। বর্তমানে তিনি তার বাড়ির এলাকায় এই ফুলের চাষ করছেন। তবে শুধুমাত্র এই ফুল বিক্রি করেই নয়। এই ফুলের চারা গাছ বিক্রিও করে চলেছেন তিনি প্রতিনিয়ত। তবে এই ফুলের দাম বাজারে রয়েছে যথেষ্টই।"
advertisement
আরও পড়ুন: গোটা বিশ্বে মন্দা, কিন্তু ভারতে বাড়ছে চাকরির সুযোগ! অর্থনৈতিক সমীক্ষায় বড় দাবি
আরও পড়ুন: SBI গ্রাহকদের জন্য বিরাট সুখবর! বাজেটের আগেই চমক দিয়ে বড় ঘোষণা ব্যাঙ্কের
এই ফুল বাজারের প্রচুর ফুলের দোকান থেকে যেমন অর্ডার করা হয়ে থাকে। তেমনি প্রচুর ডেকরেশনের দোকান থেকেও করা হয়ে থাকে এই ফুলের অর্ডার। বিয়ের মরশুমে এই ফুলের চাহিদা সব চাইতে বেশি থাকে। তবে এই ফুল খুচরো বিক্রি করার চাইতে পাইকারি বিক্রি করলেই বেশি লাভবান হওয়া সম্ভব। এক রঙের ফুল এর চাইতে বেশ কয়েকটি রঙের ফুল চাষ করলে লাভ বেশি পাওয়া যায়। এই ফুল চাষ করতে খরচ হয় মাঝারি ধরনের। তবে লাভ হয় খুব বেশি। যেকোন মানুষ এই ফুল চাষ করতে পারেন। কিছুটা জমি ফাকা থাকলেই এই ফুল চাষ করে উঠিতে পারবেন যে কেউ। আর এই ফুলের চাহিদা সারাটা বছর একই রকম থাকে।
Sarthak Pandit