হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
গোটা বিশ্বে মন্দা, কিন্তু ভারতে বাড়ছে চাকরির সুযোগ! অর্থনৈতিক সমীক্ষায় বড় দাবি

Economic Survey 2023: গোটা বিশ্বে মন্দা, কিন্তু ভারতে বাড়ছে চাকরির সুযোগ! অর্থনৈতিক সমীক্ষায় বড় দাবি

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

Economic Survey 2023: সরকার জানিয়েছে, ভারতের অর্থনীতি ব্যাপক কাঠামোগত এবং প্রশাসনিক সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে, যার কারণে অর্থনীতি শক্তিশালী হয়েছে।

  • Share this:

নয়া দিল্লি: বাজেট পেশের একদিন আগে কেন্দ্রীয় সরকার দেশের সামনে অর্থনৈতিক সমীক্ষা পেশ করেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৩-২০২৪ অর্থবছরে দেশের জিডিপি হার ৬ থেকে ৬.৪ শতাংশ হওয়ার দাবি করেছেন। পাশাপাশি দেশের উন্নয়ন সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলিও রেখেছেন।

সরকার জানিয়েছে, ভারতের অর্থনীতি ব্যাপক কাঠামোগত এবং প্রশাসনিক সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে, যার কারণে অর্থনীতি শক্তিশালী হয়েছে। অর্থনৈতিক সংস্কারের কারণে দেশে ডিজিটাল পেমেন্টের প্রবণতা বেড়েছে। করোনা মহামারির ধাক্কা কাটিয়ে আবারও দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভারতীয় অর্থনীতি।

 

অর্থনৈতিক সমীক্ষায় সরকারের তরফ থেকে বলা হয়েছে, 'সবকা সাথ সবকা বিকাশ' সরকারের একমাত্র মৌলিক মন্ত্র । অর্থনৈতিক সমীক্ষায় সরকার নতুন ভারতের অগ্রগতির জন্য উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করেছে।

অর্থনৈতিক সমীক্ষা জানানো হয়েছে, আগামী বছরগুলোতে সরকারের টার্গেট থাকবে অর্থনীতির পাশাপাশি জনগণের উৎপাদন সক্ষমতা বাড়ানো। সরকার অর্থনৈতিক সমীক্ষায় বলেছে, ২০১৪ সাল থেকে দেশে ট্যাক্সেশন ইকো সিস্টেমে অনেক উন্নতি হয়েছে। এর মধ্যে জিএসটি প্রয়োগ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি রয়েছে কর্পোরেট করের হার কমানো, পেনশন তহবিলকে কর থেকে অব্যাহতি দেওয়া এবং লভ্যাংশ বিতরণ কর প্রত্যাহার ইত্যাদি।

রিপোর্টে দাবি, জিএসটি ব্যবস্থা চালু হওয়ার পর কর সংগ্রহ ক্রমাগত বেড়েছে। ভারতকে একটি ক্রমবর্ধমান কার্যকর উৎপাদন কেন্দ্রে পরিণত করতে, সরকার শক্তিশালী পরিকাঠামো তৈরি করছে।

আরও পড়ুন, মালদহে ভয়াবহ দুর্ঘটনা, নয়ানজুলিতে পড়ল বাস, মৃত ২, আহত অন্তত ৩০

আরও পড়ুন, গিরগিটির মতো রং বদল আবহাওয়ার! ২ দিনে হু হু হাওয়ায় ভর করে শীত ফিরবে বঙ্গে, জানুন

এটি অর্থনৈতিক উন্নয়নকে উত্সাহিত করবে, কর্মসংস্থানের সুযোগ বাড়াবে এবং ভারতীয় পণ্যগুলিকে বিশ্ব বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে। প্রতিরক্ষা, খনি, মহাকাশ ও কৌশলগত খাত বেসরকারি খাতের জন্য ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ বেড়েছে।

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Budget 2023, Nirmala Sitharaman, Union Budget 2023