Broccoli Health Benefits: ফুলই কি সব? ব্রোকলির ডাঁটাতেও লুকিয়ে ক্যানসার প্রতিরোধী ও হজমশক্তি বাড়ানো উপাদান
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Broccoli Health Benefits: এখন শহর থেকে গ্রাম—বেশির ভাগ রান্নাঘরেই এই সবজির ব্যবহার বেড়েছে। ভিটামিন ই, সি ও কে-তে ভরপুর ব্রোকলিতে রয়েছে প্রচুর ফাইবার, অ্যান্টি-অক্সিডেন্টের পাশাপাশি পটাশিয়াম ও ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান।
advertisement
advertisement
advertisement
ব্রোকলির গাঢ় সবুজ অংশটি আসলে তার ফুল। এই অংশে রয়েছে ‘গ্লুকোসিনোলেটস’ নামের একটি বিশেষ উপাদান, যা বিভিন্ন গবেষণায় ক্যান্সার প্রতিরোধী হিসেবে কার্যকর বলে প্রমাণিত হয়েছে। অন্যদিকে, ব্রোকলির কাণ্ডে রয়েছে বেশি মাত্রায় ফাইবার ও প্রি-বায়োটিক উপাদান। গবেষণায় দেখা গিয়েছে, ডাঁটার অংশে অ্যান্টি-অক্সিডেন্টের পরিমাণও তুলনামূলক বেশি।
advertisement
advertisement
advertisement









