IMD Weather Update: হাড় কাঁপানো ঠান্ডা, ঘন কুয়াশায় চাদরে জেলায় জেলায় শীতের কামড় চলবেই! আবহাওয়ার বড় আপডেট
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
IMD Weather Update: হাড় কাঁপানো ঠান্ডা। সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকেছে বিভিন্ন এলাকা। শীত পড়তেই শহর থেকে জেলা-- ভোরবেলা ঘন কুয়াশা যেন নিত্যসঙ্গী।
advertisement
advertisement
আগামী ২৪ ঘণ্টায় কুয়াশা থাকলেও পরের দিকে আকাশ হবে পরিষ্কার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৫ ও ২২ ডিগ্রির কাছাকাছি ৷ আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলা-সহ দক্ষিণবঙ্গে আগামী পাঁচদিন কুয়াশা থাকবে, বেশ কিছু এলাকায় ঘন কুয়াশাও থাকতে পারে ৷ সর্বনিম্ন তাপমাত্রা ৮ডিগ্রির কাছাকাছি হয়েছে সকাল হতেই।
advertisement
মুর্শিদাবাদ জেলাতে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ৯টি জেলায় সবচেয়ে বেশি থাকবে শীতের কামড়। এর মধ্যে, উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে সবচেয়ে নীচে থাকবে তাপমাত্রা। মুর্শিদাবাদ জেলার কান্দি, বহরমপুর জঙ্গিপুর থেকে ডোমকল সর্বত্রই শীতের আমেজ ও ঘন কুয়াশা।
advertisement
মুর্শিদাবাদ জেলার পাশাপাশি, উত্তরবঙ্গে স্বাভাবিক তাপমাত্রা থেকে চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস নীচে থাকবে দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে থাকবে সর্বোচ্চ বা দিনের তাপমাত্রা। এর ফলে দিনের বেশিরভাগ সময়েই বজায় থাকবে শীতের কামড়।
advertisement
মুর্শিদাবাদ জেলা ছাড়াও আগামী কয়েকদিন কুয়াশার ঘনঘটা থাকবে বেশ কয়েকটি জেলায়। সকালের দিকে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে কুয়াশার দাপট থাকবে। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারের নীচে নেমে যেতে পারে। বছরের শুরুর কয়েকদিন তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। সপ্তাহের শেষের দিকে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। (মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী)









