মা 'অচল', হাসপাতাল থেকে ফেরাতে চাইছেন না ছেলে! সুস্থ হয়েও ঠিকানা নার্সিংহোমের 'বেড'
- Reported by:AVIJIT CHANDA
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
পায়ের হাড় ভেঙে যাওয়া এবং একাধিক বার্ধক্য জনিত সমস্যা ছিল তাঁর। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, ওই রোগীর চিকিৎসা সম্পূর্ণ হয়েছে। তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া যেতেই পারে। সেই অনুযায়ী তাঁকে ছুটি দিয়ে দেওয়া হয়েছিল।তবে রোগীর পরিবার তাতে নারাজ।
কলকাতা: অচল মাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে চাইছেন না ছেলে। আর ১১ মাস ধরে বেসরকারি হাসপাতালেই রয়েছেন বৃদ্ধা মা।পায়ের হাড় ভেঙে যাওয়ায় তিনি নিজে থেকে নড়াচড়া করতেও পারেন না। সেই মাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যেতে চাইছেন না পুত্র। হাসপাতালের সব খরচ দিয়েই মাকে সেখানে রেখে দিতে চান তিনি। অভিযোগ, চিকিৎসকেরা ছুটি দিয়ে দিলেও রোগীকে তাঁর পুত্র বাড়িতে নিয়ে যাননি। উপরন্তু হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে স্বাস্থ্য কমিশনের দ্বারস্থ হন তিনি।
কলকাতার বাসিন্দা মাকে গত বছরের ৩ ফেব্রুয়ারি বালিগঞ্জের হোপ কলকাতা ফাউন্ডেশন নামে একটি সেবামূলক হাসপাতালে ভর্তি করানো হয়। পায়ের হাড় ভেঙে যাওয়া এবং একাধিক বার্ধক্য জনিত সমস্যা ছিল তাঁর। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, ওই রোগীর চিকিৎসা সম্পূর্ণ হয়েছে। তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া যেতেই পারে। সেই অনুযায়ী তাঁকে ছুটি দিয়ে দেওয়া হয়েছিল।তবে রোগীর পরিবার তাতে নারাজ।
advertisement
advertisement
এদিকে ভাবে হাসপাতালের একটি শয্যা আটকে রাখায় অন্য রোগীকে ভর্তি করানো যাচ্ছে না বলে দাবি কর্তৃপক্ষের। ছেলের অভিযোগ, তাঁর মা চলতে পারছেন না। তবু কেন তাঁকে ছুটি দিয়ে দিতে চাইছেন চিকিৎসকেরা? পরিবারের তরফে হাসপাতালের খরচ সময়মতো মিটিয়ে দেওয়া হচ্ছে
advertisement
তা হলে মাকে হাসপাতালে রাখতে সমস্যা কোথায়? রাজ্য স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রোগীর পরিবারের দাবি সম্পূর্ণ অযৌক্তিক। সকল জনগণকে পরিষেবা দেওয়া হাসপাতালের কর্তব্য। যে রোগীকে বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব, তাঁকে হাসপাতালে ফেলে রেখে শয্যা আটকে রাখা যাবে না। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে বৃদ্ধাকে বাড়ি নিয়ে যেতে হবে বলে জানিয়েছে কমিশন। এছাড়াও পরিষেবা সংক্রান্ত অভিযোগগুলি খতিয়ে দেখতে দ্রুত স্বাস্থ্য কমিশনের প্রতিনিধিদল হাসপাতাল পরিদর্শন করবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 07, 2026 8:59 PM IST










