পরবর্তীতে বিএসএফের পক্ষ থেকে ধৃতদের কুচলিবাড়ি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গোটা বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্তে নাম হয়েছে কুচলিবাড়ি থানার পুলিশের পক্ষ থেকে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, "বাংলাদেশ থেকে অবৈধভাবে দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলের খোলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল ওই বাঙলাদেশের নাগরিকেরা। মূলত কাজের জন্য হায়দরাবাদ যাচ্ছিলেন সকলে। গোপন তথ্যের ভিত্তিতে বিএসএফের জলপাইগুড়ি সেক্টর হেডকোয়ার্টারের অধীনস্থ ৬ নম্বর ব্যাটলিয়নের তিনবিঘা সীমা চৌকির সীমান্তরক্ষী বাহিনীরা একটি গাড়ি আটক করে।
advertisement
আরও পড়ুনঃ বংশানুক্রমে থাকলেও নেই সঠিক পাট্টার কাগজ! চিন্তায় বোরডাঙ্গা গ্রামের ২০টি পরিবার
সেই গাড়িতে থাকা পাঁচজনকে জিজ্ঞাসা করে জানতে পারে তাদের মধ্যে ৪ জন বাংলাদেশি এবং একজন ভারতীয় মদতকারী। তারপরই আটক করা হয় সকলকে।" গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এই ধরনের ঘটনায় আরোও কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়ে বিস্তারিত তদন্ত চালানো হচ্ছে। ধৃতদের আপাতত পুলিশের হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে তাদের বাংলাদেশের সাথে কথা বলে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। এমনটাই প্রাথমিক অবস্থায় জানা গিয়েছে।
Sarthak Pandit