TRENDING:

Cooch Behar News: অবৈধ ভাবে চারজন প্রবেশ করেছিলেন ভারতের ভূখণ্ডে! ঠাঁই হল গারদে

Last Updated:

মেখলিগঞ্জ ব্লকেরতিনবিঘা এলাকার খোলা সীমান্ত থেকে একজন ভারতীয় মদতকারী সহ চার বাংলাদেশের নাগরিককে আটক করল বিএসএফ জওয়ানেরা। ধৃত ওই ব্যক্তিদের নাম ধৃতরা হল মহম্মদ রায়াস বয়স ২২, জিয়াউর রহমান বয়স ২৫, রুবিনা বয়স ১৯, নুর ইসলাম বয়স ১৮।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেখলিগঞ্জ : মেখলিগঞ্জ ব্লকের তিনবিঘা এলাকার খোলা সীমান্ত থেকে একজন ভারতীয় মদতকারী সহ চার বাংলাদেশের নাগরিককে আটক করল বিএসএফ জওয়ানেরা। ধৃত ওই ব্যক্তিদের নাম ধৃতরা হল মহম্মদ রায়াস বয়স ২২, জিয়াউর রহমান বয়স ২৫, রুবিনা বয়স ১৯, নুর ইসলাম বয়স ১৮। ধৃতরা চারজনেই বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাসিন্দা। এছাড়াও জানা গিয়েছে, ধৃত ওই বাংলাদেশের নাগরিকদের মদতকারী হিসেবে জলপাইগুড়ি জেলার কোতোয়ালি থানা এলাকার মলিন রায় নামে এক যুবককে আটক করেছে বিএসএফ।
গ্রেফতার ৪ অনুপ্রবেশকারী
গ্রেফতার ৪ অনুপ্রবেশকারী
advertisement

পরবর্তীতে বিএসএফের পক্ষ থেকে ধৃতদের কুচলিবাড়ি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গোটা বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্তে নাম হয়েছে কুচলিবাড়ি থানার পুলিশের পক্ষ থেকে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, "বাংলাদেশ থেকে অবৈধভাবে দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলের খোলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল ওই বাঙলাদেশের নাগরিকেরা। মূলত কাজের জন্য হায়দরাবাদ যাচ্ছিলেন সকলে। গোপন তথ্যের ভিত্তিতে বিএসএফের জলপাইগুড়ি সেক্টর হেডকোয়ার্টারের অধীনস্থ ৬ নম্বর ব্যাটলিয়নের তিনবিঘা সীমা চৌকির সীমান্তরক্ষী বাহিনীরা একটি গাড়ি আটক করে।

advertisement

আরও পড়ুনঃ বংশানুক্রমে থাকলেও নেই সঠিক পাট্টার কাগজ! চিন্তায় বোরডাঙ্গা গ্রামের ২০টি পরিবার

সেই গাড়িতে থাকা পাঁচজনকে জিজ্ঞাসা করে জানতে পারে তাদের মধ্যে ৪ জন বাংলাদেশি এবং একজন ভারতীয় মদতকারী। তারপরই আটক করা হয় সকলকে।" গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এই ধরনের ঘটনায় আরোও কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়ে বিস্তারিত তদন্ত চালানো হচ্ছে। ধৃতদের আপাতত পুলিশের হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে তাদের বাংলাদেশের সাথে কথা বলে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। এমনটাই প্রাথমিক অবস্থায় জানা গিয়েছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: অবৈধ ভাবে চারজন প্রবেশ করেছিলেন ভারতের ভূখণ্ডে! ঠাঁই হল গারদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল