আরও পড়ুন: জীবাশ্ম জ্বালানিতে চলা বাহনকে দূরে রাখুন, আপন করুন সাইকেলকে
গোপন সূত্রের খবরের ভিত্তিতে কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জ ও কুমারগ্রাম রেঞ্জের বনকর্মীরা অভিযান চালান। কোচবিহার জেলার বইনাগুড়ি এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৯০ সিএফটি সেগুন কাঠ উদ্ধার করা হয়। সুত্রের খবর, কাঠগুলি বক্সা ব্যাঘ্র প্রকল্পের ঘোড়ামারা জঙ্গল সংলগ্ন এলাকা থেকে পাচার করা হয়েছিল। সড়ক পথে সেগুলো কলকাতায় পাচার করার পরিকল্পনা ছিল বলে বনবিভাগের অনুমান।
advertisement
বন দফতর সূত্রে খবর, উদ্ধার হওয়া সেগুন কাঠের বাজারমূল্য প্রায় ৩ লক্ষ টাকা। কাঠগুলি উদ্ধার করে কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জে নিয়ে আসা হয়। এই প্রসঙ্গে কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জার রানা গুহ বলেন, কোচবিহার জেলার বইনাগুড়ি এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৯০ সিএফটি সেগুন কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে। কাঠগুলি বক্সার জঙ্গল লাগোয়া এলাকা থেকে পাচার করা হয়েছিল। ঘটনার তদন্ত শুরু করেছে বনদফতর। পাচারকারীদের খোঁজে তদন্ত চলছে।
অনন্যা দে