এ বছর তাদের থিম 'অরণ্য ফিরিয়ে দাও'। ৫০ তম বছরের পুজোয় নজর কাটা সাফল্য অর্জন করেছে কোচবিহার দেবীবাড়ী এলাকার এই পুজো কমিটি। ডিএনপি স্পোর্টিং ক্লাবের পুজো কমিটির সভাপতি মদন দাস জানান, "এবছর আমাদের পুজো ৫০ তম বছরে পদার্পণ করেছে। মূলত সে উপলক্ষেই আমরা এবার আকর্ষণীয় একটি থিম তৈরি করেছি। এই থিমের নাম 'অরণ্য ফিরিয়ে দাও'। মোট ১০ লক্ষ টাকা বাজেটের মধ্যে এই থিম তৈরি করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ জাতীয় সড়কের পথ দুর্ঘটনা! ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে জখম ২
গোটা কোচবিহার বাসির মন আকর্ষণ করতে এই আকর্ষণীয় থিম তৈরি করা হয়েছে আমাদের ক্লাবের পক্ষ থেকে। সম্পূর্ণ রকম পরিবেশবান্ধব উপায়ে তৈরি করা হয়েছে এই পুজো মন্ডপ। গোটা মন্ডপ জুড়ে আকর্ষণীয় চিত্রকলা ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও রয়েছে সাইকেলের অংশ দিয়ে তৈরি বিভিন্ন কারুকার্য।" কোচবিহারের হাতেগোনা যে কয়েকটি পুজো মন্ডপ এ বছর থিমের পুজোর আয়োজন করেছে। তার মধ্যে দেবী বাড়ি এলাকার ডিএনপি স্পোর্টিং ক্লাব অন্যতম।
আরও পড়ুনঃ তুফানগঞ্জে পুলিশের অভিযানে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!
আবহাওয়ার খারাপ পরিস্থিতির কারণে সাময়িকভাবে কিছুটা ব্যাঘাত ঘটলেও। থিমের মাধ্যমে কোচবিহারবাসীর মন ও নজর কেড়ে নিতে সম্পূর্ণ সফল হয়েছে এই ক্লাব। পুজোর এই আকর্ষণীয় থিমের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছেন এই ক্লাবের সদস্যরা। আজ থেকে কোচবিহার দেবী বাড়ির মাঠে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আরম্ভ করা হলো। এছাড়াও মানবিক কাজকর্মের উপর ও জোর দিয়েছেন ক্লাবের সদস্যরা।
Sarthak Pandit