Cooch Behar News: জাতীয় সড়কের পথ দুর্ঘটনা! ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে জখম ২

Last Updated:

উৎসবের দিন পর হতেই তুফানগঞ্জ এলাকায় জাতীয় সড়কের ওপর ভয়াবহ পথ দুর্ঘটনা! পিকআপ ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষের জেরে আহত দুই ব্যক্তি! এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে চিলাখানা ২ নং গ্রাম পঞ্চায়েতের ঘোগারকুঠি নতুন বাজার এলাকায়।

পথ দুর্ঘটনা
পথ দুর্ঘটনা
#তুফানগঞ্জ : উৎসবের দিন পর হতেই তুফানগঞ্জ এলাকায় জাতীয় সড়কের ওপর ভয়াবহ পথ দুর্ঘটনা! পিকআপ ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষের জেরে আহত দুই ব্যক্তি! এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে চিলাখানা ২ নং গ্রাম পঞ্চায়েতের ঘোগারকুঠি নতুন বাজার এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় তুফানগঞ্জ মহকুমা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্য নিয়ে যাওয়া হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এক ব্যক্তি তপন কুমার বসাক বলেন, "কোচবিহার থেকে তুফানগঞ্জ গামী একটি পিকআপ ভ্যান তুফানগঞ্জ থেকে কোচবিহারের দিকে যাওয়া একটি লরিকে মুখোমুখি ধাক্কা মারে। সম্পূর্ণ দোষ ওই পিকআপ ভ্যানটির। নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি ধাক্কা মারে লরির সামনে। এই দুর্ঘটনা দুজন ব্যক্তি আহত হন। দুজনকেই দ্রুত উদ্বার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে পাঠানো হয়েছে।"
advertisement
আরও পড়ুনঃ ফিরিয়ে দাও অরণ্য! ৫০ তম বছরে কোচবিহার ডিএনপি স্পোর্টিং ক্লাবের থিম এটাই
তুফানগঞ্জ মহকুমা পুলিশ সূত্রে জানা যায়, "এদিন সকাল আনুমানিক প্রায় সাড়ে বারোটা নাগাদ আমাদের কাছে খবর আছে একটি লরিকে মুখোমুখি ধাক্কা মেরেছে একটি পিকআপ ভ্যান। ঘটনাটি ঘটেছে গ্রাম পঞ্চায়েতের ঘোকারকুঠি নতুন বাজার এলাকায়। দ্রুত আমরা দুর্ঘটনাস্থলে পৌঁছে যাই। আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনা গ্রস্থ গাড়ী দুটোকে আটক করে নিয়ে আসা হয়েছে।" জেলা জুড়ে পথ দুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী। পুলিশ প্রশাসনের তৎপরতা যেন কোন কাজেই লাগছে না।
advertisement
advertisement
আরও পড়ুনঃ তুফানগঞ্জে পুলিশের অভিযানে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!
গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথ দুর্ঘটনা ঘটে চলেছে জেলার বিভিন্ন প্রান্ত জুড়ে! তবে এদিনের এই দুর্ঘটনার জেরে গোটা এলাকা জুড়ে রীতিমতো চাঞ্চলের পরিস্থিতি সৃষ্টি হয়। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় জাতীয় সড়কের উপর দিয়ে যান চলাচল। পরে পুলিশ এসে গোটা বিষয়টি নিয়ন্ত্রণ করে। এবং যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়।
advertisement
 
 
Sarthak Pandit
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: জাতীয় সড়কের পথ দুর্ঘটনা! ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে জখম ২
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement