Cooch Behar News: ফিরিয়ে দাও অরণ্য! ৫০ তম বছরে কোচবিহার ডিএনপি স্পোর্টিং ক্লাবের থিম এটাই
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
সিত্রাং-এর প্রভাবে ইতিমধ্যেই গোটা কোচবিহার জেলার বিভিন্ন পুজো কমিটির কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠেছে। গতকাল ঝোড়ো হওয়ার প্রভাবে ভেঙ্গে পড়েছে দিনহাটার একটি বিশাল পুজো মন্ডপ। তবে এখনো পর্যন্ত যে সমস্ত পুজো মণ্ডপ গুলি সঠিক অবস্থায় রয়েছে।
#কোচবিহার : সিত্রাং-এর প্রভাবে ইতিমধ্যেই গোটা কোচবিহার জেলার বিভিন্ন পুজো কমিটির কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠেছে। গতকাল ঝোড়ো হওয়ার প্রভাবে ভেঙ্গে পড়েছে দিনহাটার একটি বিশাল পুজো মন্ডপ। তবে এখনো পর্যন্ত যে সমস্ত পুজো মণ্ডপ গুলি সঠিক অবস্থায় রয়েছে। সেখানে ভিড় জমাচ্ছেন কোচবিহারবাসির একাংশ। কোচবিহার দেবী বাড়ি এলাকায় ডিএনপি স্পোর্টিং ক্লাবের পুজো মন্ডপ এ বছর তৈরি করা হয়েছে পরিবেশ বান্ধব থিমের উপর ভিত্তি করে। সম্পূর্ণ রকম পরিবেশবান্ধব উপায়ে বাঁশ, কাঠ ও চটের বস্তার দিয়ে তৈরি করা হয়েছে এই পুজো মন্ডপ।
এ বছর তাদের থিম 'অরণ্য ফিরিয়ে দাও'। ৫০ তম বছরের পুজোয় নজর কাটা সাফল্য অর্জন করেছে কোচবিহার দেবীবাড়ী এলাকার এই পুজো কমিটি। ডিএনপি স্পোর্টিং ক্লাবের পুজো কমিটির সভাপতি মদন দাস জানান, "এবছর আমাদের পুজো ৫০ তম বছরে পদার্পণ করেছে। মূলত সে উপলক্ষেই আমরা এবার আকর্ষণীয় একটি থিম তৈরি করেছি। এই থিমের নাম 'অরণ্য ফিরিয়ে দাও'। মোট ১০ লক্ষ টাকা বাজেটের মধ্যে এই থিম তৈরি করা হয়েছে।
advertisement
advertisement
গোটা কোচবিহার বাসির মন আকর্ষণ করতে এই আকর্ষণীয় থিম তৈরি করা হয়েছে আমাদের ক্লাবের পক্ষ থেকে। সম্পূর্ণ রকম পরিবেশবান্ধব উপায়ে তৈরি করা হয়েছে এই পুজো মন্ডপ। গোটা মন্ডপ জুড়ে আকর্ষণীয় চিত্রকলা ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও রয়েছে সাইকেলের অংশ দিয়ে তৈরি বিভিন্ন কারুকার্য।" কোচবিহারের হাতেগোনা যে কয়েকটি পুজো মন্ডপ এ বছর থিমের পুজোর আয়োজন করেছে। তার মধ্যে দেবী বাড়ি এলাকার ডিএনপি স্পোর্টিং ক্লাব অন্যতম।
advertisement
আরও পড়ুনঃ তুফানগঞ্জে পুলিশের অভিযানে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!
আবহাওয়ার খারাপ পরিস্থিতির কারণে সাময়িকভাবে কিছুটা ব্যাঘাত ঘটলেও। থিমের মাধ্যমে কোচবিহারবাসীর মন ও নজর কেড়ে নিতে সম্পূর্ণ সফল হয়েছে এই ক্লাব। পুজোর এই আকর্ষণীয় থিমের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছেন এই ক্লাবের সদস্যরা। আজ থেকে কোচবিহার দেবী বাড়ির মাঠে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আরম্ভ করা হলো। এছাড়াও মানবিক কাজকর্মের উপর ও জোর দিয়েছেন ক্লাবের সদস্যরা।
advertisement
Sarthak Pandit
Location :
First Published :
October 25, 2022 7:13 PM IST