Cooch Behar News: তুফানগঞ্জে পুলিশের অভিযানে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!

Last Updated:

লক্ষাধিক টাকার জাল নোট সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল তুফানগঞ্জ থানার পুলিশ। ধৃতদের নাম মৃণাল মিয়াঁ ও রফিকুল ইসলাম। দুই অভিযুক্তের বাড়ি সাহেবগঞ্জ থানার কুমারগঞ্জ গ্রাম এলাকায়।

উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট
উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট
#তুফানগঞ্জ : লক্ষাধিক টাকার জাল নোট সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল তুফানগঞ্জ থানার পুলিশ। ধৃতদের নাম মৃণাল মিয়াঁ ও রফিকুল ইসলাম। দুই অভিযুক্তের বাড়ি সাহেবগঞ্জ থানার কুমারগঞ্জ গ্রাম এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ওই দুই অভিযুক্তকে। বিশাল পরিমাণ এই জাল নোট বাজারজাত করার আগেই দুই অভিযুক্তকে আটক করা হয়। গোটা ঘটনার তদন্ত নেমেছে তুফানগঞ্জ মহকুমা থানার পুলিশ। বাজারে আরো জাল নোট রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত চালানো হচ্ছে তুফানগঞ্জ মহকুমা থানার পক্ষ থেকে।
রবিবার সন্ধ্যায় গোপন সূত্রের খবর পেয়ে তুফানগঞ্জ নং ব্লকের চৌকুশি বালরামপুর থেকে ওই দুই ব্যক্তিকে আটক করে তুফানগঞ্জ মহকুমা থানার পুলিশ। তুফানগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, "ধৃতদের কাছ থেকে মোট ৩৩৬টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১লক্ষ ৬৮ হাজার টাকা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ওই দুই অভিযুক্তকে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।" কিভাবে এই বিপুল পরিমাণ জাল নোট কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমায় আসলো।
advertisement
আরও পড়ুনঃ চৌপথি এলাকায় পৌরসভার অভিযান! কি কারনে বন্ধ হল দুটি বিরিয়ানির দোকান?
এবং সেই জাল নোট কিভাবে পাচারের চেষ্টা চালানো হচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ মহকুমা থানার পুলিশ। এই গোটা বিষয়টিতে আরও অন্য কেউ বা কোন দল জড়িত রয়েছে সেই বিষয়টিকেও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। তবে এই বিপুল পরিমাণ জাল নোট তুফানগঞ্জ মহকুমায় উদ্ধার হওয়ার কারণে। সাময়িকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা মহকুমা এলাকায়। জাল নোট সহ গ্রেফতার করা দুই অভিযুক্তকে আজ তুফানগঞ্জ মহকুমা আদালতে তোলা হয়েছে।
advertisement
advertisement
 
 
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: তুফানগঞ্জে পুলিশের অভিযানে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement