তবে খবর পাওয়ার পর উচ্চ পদস্থ আধিকারিকেরা দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছন। এবং গোটা বিষয়টি তাঁরা নিজেরাও পরিদর্শন করে খতিয়ে দেখেন। নিউ সরকারি বাসস্ট্যান্ডের মেকানিক্যাল ইনচার্জ অজিত কুমার বেদী ঘটনাটি নিয়ে বলেন, "বাসটি মাথাভাঙা থেকে ফেরত আসার পর সম্পূর্ণ চেকআপ করা হয়েছিল। তখন কোনও বিষয়ে সমস্যা দেখা যায়নি। তারপর বাসটিকে নিজের জায়গায় রাখা হয়। পরের দিন এই বাসটি মেখলিগঞ্জের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। আচমকা এই অগ্নি সংযোগের ঘটনা ঘটে বাসের মধ্যে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। তবে অগ্নি সংযোগের আসল কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। গোটা বিষয়টি নিয়ে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।"
advertisement
আরও পড়ুন: ৩ পুরুষ ধরে সংগ্রহ! নেপালের মারু থেকে দুষ্প্রাপ্য টাকা জমানোই নেশা, কীভাবে শুরু!
আরও পড়ুন: জলের জন্য তীব্র হাহাকার! পঞ্চায়েত ভোটের আগে ক্ষোভে ফুঁসছে গ্রাম
তবে কী করে বাসস্ট্যান্ডের ভেতর দাঁড়িয়ে থাকা একটি বাসের মধ্যে আগুন লাগার ঘটনা ঘটল! সেই বিষয় নিয়ে ইতিমধ্যেই চিন্তা শুরু হয়েছে উচ্চ পদস্থ আধিকারিকদের মধ্যে। অগ্নিসংযোগের বিষয় নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন উচ্চপদস্থ আধিকারিকেরা।
তবে দাঁড়িয়ে থাকা একটি বাসের মধ্যে আচমকাই অগ্নি সংযোগের কারণে বাসস্ট্যান্ডের ভেতরে থাকা কর্মীদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমান সময়ে সমস্ত বাস সঠিকভাবে চেকআপ করে দেখা হচ্ছে। তবে একটি বাস বাসস্ট্যান্ডে আসার এতটা সময় পরে কী করে অগ্নি সংযোগের ঘটনা ঘটল, সেই বিষয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। তবে গোটা বিষয় নিয়ে তৎপরতার সঙ্গে অগ্নি সংযোগের আসল কারণ খোঁজার চেষ্টা করছেন সকলে।
Sarthak Pandit





