কোচবিহারের মাথাভাঙা ১ ব্লকের বৈরাগির হাট গ্রাম পঞ্চায়েতের সাতগাছি এলাকায় হানা দিয়েছিল লেপার্ড। সেই হামলায় জখম হন ৫ জন। এই মুহূর্তে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। এবার তাঁদের দেখতে মাথাভাঙা মহকুমা হাসপাতালে এলেন স্থানীয় পুরসভার চেয়ারম্যান। সঙ্গে ছিলেন মাথাভাঙা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ অন্যান্যরা।
advertisement
মাথাভাঙা পুরসভার চেয়ারম্যান প্রবীর সরকার এদিন বলেন, লেপার্ডের হামলায় ৫ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। সেই খবর পেয়ে তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে এসেছি।
প্রসঙ্গত, রাজ্যের নানা প্রান্তে মাঝেমধ্যেই লেপার্ডের হামলার ঘটনা ঘটে। উত্তরবঙ্গেও প্রায় এই ধরণের ঘটনা ঘটার কথা জানা যায়। সম্প্রতি যেমন মাথাভাঙায় হানা দিয়েছিল লেপার্ড। আহত হন ৫ জন। এবার তাঁদের দেখতে হাসপাতালে ছুটে এলেন মাথাভাঙা পুরসভার চেয়ারম্যান, মাথাভাঙা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ রায় সহ অন্যান্যরা। আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিতে এসেছেন বলে জানান প্রবীরবাবু।
