Cooch Behar News: মায়ের কাছে মোবাইল চেয়ে না পাওয়ায় নিজের চরম সর্বনাশ করল কিশোরী! অভিমানে আত্মঘাতী
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Cooch Behar News: মায়ের কাছে মোবাইল ফোন চেয়ে না পাওয়ায় অভিযানে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী। মাথাভাঙ্গা ১ ব্লকের বুড়াবুড়ি গ্রামে শোকের ছায়া।
মাথাভাঙ্গা, কোচবিহার, রাজেশ দাশ: মুঠোফোনের নেশায় বুঁদ তরুণ প্রজন্ম। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতের ঘুমাতে যাওয়া পর্যন্ত হাতে আঠার মতো আটকে থাকে মোবাইল। এবার সেই মোবাইল ফোনের জন্যই নিজের জীবন শেষ করল এক কিশোরী।
কোচবিহারের মাথাভাঙ্গা ১ ব্লকের বুড়াবুড়ি গ্রামে মায়ের কাছে মোবাইল চেয়ে না পাওয়ায় আত্মঘাতী হল নবম শ্রেণির এক ছাত্রী। জানা যাচ্ছে, মৃত ছাত্রীর নাম দীপালী দাস। বয়স ১৩। এই ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
আরও পড়ুনঃ ১৫ দিনে ২২০০ কিলোমিটার! বারুইপুর থেকে আজমীর শরীফ সাইকেলে যাত্রা একদল যুবকের
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, দীপালীর মা রান্না করছিলেন। সেই মায়ের কাছ থেকে মোবাইল ফোন চায় দপালী। কিন্তু মা কাজে ব্যস্ত থাকায় মোবাইল দেননি। মোবাইল চেয়ে না পাওয়ায় অভিমানে নিজের জীবন শেষ করল কিশোরী।
advertisement
advertisement
আরও পড়ুনঃ অভাব ঘোচাতে ভিনরাজ্যে কাজে গিয়ে আর ফেরা হল না, কেরলে পরিযায়ী শ্রমিকের অকাল মৃত্যু! ভেঙে পড়েছেন অন্তঃসত্ত্বা স্ত্রী
গলায় ওড়না জড়িয়ে আত্মঘাতী হয়েছে দীপালী । এরপর তড়িঘড়ি পরিবারের সদস্যরা দীপালীকে উদ্ধার করে মাথাভাঙ্গা হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু ততক্ষণে সব শেষ। কর্তব্যরত চিকিৎসকরা কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন। কিশোরীর এমন আকস্মিক আত্মহত্যার ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
First Published :
November 27, 2025 4:05 PM IST

