Cooch Behar News: মায়ের কাছে মোবাইল চেয়ে না পাওয়ায় নিজের চরম সর্বনাশ করল কিশোরী! অভিমানে আত্মঘাতী

Last Updated:

Cooch Behar News: মায়ের কাছে মোবাইল ফোন চেয়ে না পাওয়ায় অভিযানে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী। মাথাভাঙ্গা ১ ব্লকের বুড়াবুড়ি গ্রামে শোকের ছায়া।

মাথাভাঙ্গা থানা
মাথাভাঙ্গা থানা
মাথাভাঙ্গা, কোচবিহার, রাজেশ দাশ: মুঠোফোনের নেশায় বুঁদ তরুণ প্রজন্ম। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতের ঘুমাতে যাওয়া পর্যন্ত হাতে আঠার মতো আটকে থাকে মোবাইল। এবার সেই মোবাইল ফোনের জন্যই নিজের জীবন শেষ করল এক কিশোরী।
কোচবিহারের মাথাভাঙ্গা ১ ব্লকের বুড়াবুড়ি গ্রামে মায়ের কাছে মোবাইল চেয়ে না পাওয়ায় আত্মঘাতী হল নবম শ্রেণির এক ছাত্রী। জানা যাচ্ছে, মৃত ছাত্রীর নাম দীপালী দাস। বয়স ১৩। এই ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
আরও পড়ুনঃ ১৫ দিনে ২২০০ কিলোমিটার! বারুইপুর থেকে আজমীর শরীফ সাইকেলে যাত্রা একদল যুবকের
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, দীপালীর মা রান্না করছিলেন। সেই মায়ের কাছ থেকে মোবাইল ফোন চায় দপালী। কিন্তু মা কাজে ব্যস্ত থাকায় মোবাইল দেননি। মোবাইল চেয়ে না পাওয়ায় অভিমানে নিজের জীবন শেষ করল কিশোরী।
advertisement
advertisement
আরও পড়ুনঃ অভাব ঘোচাতে ভিনরাজ্যে কাজে গিয়ে আর ফেরা হল না, কেরলে পরিযায়ী শ্রমিকের অকাল মৃত্যু! ভেঙে পড়েছেন অন্তঃসত্ত্বা স্ত্রী
গলায় ওড়না জড়িয়ে আত্মঘাতী হয়েছে দীপালী । এরপর তড়িঘড়ি পরিবারের সদস্যরা দীপালীকে উদ্ধার করে মাথাভাঙ্গা হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু ততক্ষণে সব শেষ। কর্তব্যরত চিকিৎসকরা কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন। কিশোরীর এমন আকস্মিক আত্মহত্যার ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Cooch Behar News: মায়ের কাছে মোবাইল চেয়ে না পাওয়ায় নিজের চরম সর্বনাশ করল কিশোরী! অভিমানে আত্মঘাতী
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement