কোচবিহারের মাথাভাঙ্গা ১ ব্লকের বুড়াবুড়ি গ্রামে মায়ের কাছে মোবাইল চেয়ে না পাওয়ায় আত্মঘাতী হল নবম শ্রেণির এক ছাত্রী। জানা যাচ্ছে, মৃত ছাত্রীর নাম দীপালী দাস। বয়স ১৩। এই ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
আরও পড়ুনঃ ১৫ দিনে ২২০০ কিলোমিটার! বারুইপুর থেকে আজমীর শরীফ সাইকেলে যাত্রা একদল যুবকের
advertisement
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, দীপালীর মা রান্না করছিলেন। সেই মায়ের কাছ থেকে মোবাইল ফোন চায় দপালী। কিন্তু মা কাজে ব্যস্ত থাকায় মোবাইল দেননি। মোবাইল চেয়ে না পাওয়ায় অভিমানে নিজের জীবন শেষ করল কিশোরী।
গলায় ওড়না জড়িয়ে আত্মঘাতী হয়েছে দীপালী । এরপর তড়িঘড়ি পরিবারের সদস্যরা দীপালীকে উদ্ধার করে মাথাভাঙ্গা হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু ততক্ষণে সব শেষ। কর্তব্যরত চিকিৎসকরা কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন। কিশোরীর এমন আকস্মিক আত্মহত্যার ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ।
