Cooch Behar News: মাথাভাঙায় লেপার্ডের হামলায় জখম ৫! আহতদের দেখতে হাসপাতালে ছুটে এলেন পুরসভার চেয়ারম্যান

Last Updated:

Cooch Behar News: রাজ্যের নানা প্রান্তে মাঝেমধ্যেই লেপার্ডের হামলার ঘটনা ঘটে। উত্তরবঙ্গেও প্রায় এই ধরণের ঘটনা ঘটার কথা জানা যায়। সম্প্রতি যেমন মাথাভাঙায় হানা দিয়েছিল লেপার্ড। আহত হন ৫ জন।

আহতরা হাসপাতালে চিকিৎসাধীন
আহতরা হাসপাতালে চিকিৎসাধীন
মাথাভাঙা, কোচবিহার, রাজেশ দাশঃ মাথাভাঙায় হামলা চালিয়েছিল লেপার্ড। এর জেরে জখম হন ৫ জন। বর্তমানে তাঁরা মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এবার তাঁদের দেখতে হাসপাতালে এলেন মাথাভাঙা পুরসভার চেয়ারম্যান প্রবীর সরকার, মাথাভাঙা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ রায় সহ অন্যান্যরা।
কোচবিহারের মাথাভাঙা ১ ব্লকের বৈরাগির হাট গ্রাম পঞ্চায়েতের সাতগাছি এলাকায় হানা দিয়েছিল লেপার্ড। সেই হামলায় জখম হন ৫ জন। এই মুহূর্তে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। এবার তাঁদের দেখতে মাথাভাঙা মহকুমা হাসপাতালে এলেন স্থানীয় পুরসভার চেয়ারম্যান। সঙ্গে ছিলেন মাথাভাঙা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ অন্যান্যরা।
আরও পড়ুনঃ স্টেশন সংলগ্ন স্ট্যান্ডে টোটো রাখা নিয়ে ঝামেলা! বর্ধমানে টোটো চলাচল বন্ধ রেখে চালকদের প্রতিবাদ, বিপাকে সাধারণ মানুষ
মাথাভাঙা পুরসভার চেয়ারম্যান প্রবীর সরকার এদিন বলেন, লেপার্ডের হামলায় ৫ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। সেই খবর পেয়ে তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে এসেছি।
advertisement
advertisement
প্রসঙ্গত, রাজ্যের নানা প্রান্তে মাঝেমধ্যেই লেপার্ডের হামলার ঘটনা ঘটে। উত্তরবঙ্গেও প্রায় এই ধরণের ঘটনা ঘটার কথা জানা যায়। সম্প্রতি যেমন মাথাভাঙায় হানা দিয়েছিল লেপার্ড। আহত হন ৫ জন। এবার তাঁদের দেখতে হাসপাতালে ছুটে এলেন মাথাভাঙা পুরসভার চেয়ারম্যান, মাথাভাঙা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ রায় সহ অন্যান্যরা। আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিতে এসেছেন বলে জানান প্রবীরবাবু।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Cooch Behar News: মাথাভাঙায় লেপার্ডের হামলায় জখম ৫! আহতদের দেখতে হাসপাতালে ছুটে এলেন পুরসভার চেয়ারম্যান
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement