মঙ্গলবার মাথাভাঙ্গা কলেজে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে মাথাভাঙা ১ ব্লকের বৈরাগীরহাট অশোকবাড়ি এলাকায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হন তিনজন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।
আরও পড়ুনঃ দ্রুত গতির ডাম্পার পিষে দিল স্কুটি চালককে! র*ক্তে ভাসছে সড়ক, দুর্গাপুরে পথ অবরোধ ক্ষুব্ধ স্থানীয়দের
advertisement
বাইক দুর্ঘটনায় আহত তিনজন হলেন সিজু সরকার, জুলফিকার আলি এবং বেবি রায়। তিন আহতের মধ্যে সিজু গুরুতরভাবে আহত হয়েছেন। পচাগড় পঞ্চায়েতের বেলতলা এলাকার বাসিন্দা সিজু সরকারকে কোচবিহারে স্থানান্তরিত করা হয়েছে।
জুলফিকার আলি মাথাভাঙা মহকুমা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে বেবি রায়ের চোট তেমন গুরুতর নয়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইক দুটি আটক করে তদন্ত শুরু করছে।
