Murshidabad: ডিউটিতে যাওয়ার পথে অঘটন! পুলিশের বাইকের সঙ্গে মুখোমুখি ধাক্কা অন্য বাইকের, ছিটকে পড়ে আহত ২ পুলিশকর্মী-সহ ৪
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Murshidabad News: ডিউটিতে যাওয়ার সময় পুলিশের বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ অন্য একটি বাইকের। আহত ২ পুলিশকর্মী-সহ মোট ৪ জন। সোমবার মুর্শিদাবাদের হরিহরপাড়ার শ্রীপুর এলাকায় ঘটে গেল বড়সড় দুর্ঘটনা।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: ডিউটিতে যাওয়ার সময় পুলিশের বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ অন্য একটি বাইকের। আহত ২ পুলিশকর্মী-সহ মোট ৪ জন। সোমবার হরিহরপাড়ার শ্রীপুর এলাকায় ঘটে গেল বড়সড় সড়ক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, দুই পুলিশকর্মী একটি মোটরবাইকে বেলডাঙায় ডিউটিতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরবাইক সরাসরি ধাক্কা মারে পুলিশের বাইকে। প্রচণ্ড শব্দে দুই বাইকের চার আরোহী ছিটকে পড়েন রাস্তায়।
আরও পড়ুনঃ হলদিয়ার ছাপাখানায় আগুন! চোখের নিমেষে পুড়ে ছাই দামী মেশিন, কম্পিউটার-সহ সব, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে পুলিশ
ঘটনার পরই আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন। দ্রুত তাদের হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আহত দুই পুলিশকর্মী-সহ মোট চারজনকে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
আহতরা জানিয়েছেন, দু’জন পুলিশ কর্মী মোটরবাইক নিয়ে অন্যান্য দিনের মতোই কর্মস্থলে যাচ্ছিলেন। আর তখনই ঘটে বিপত্তি। মুহুর্তেই এই ঘটনা ঘটবে কেউ বুঝে উঠতে পারেননি। তড়িঘড়ি আহত অবস্থায় চারজনকেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে সকলের অবস্থা স্থিতিশীল রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ শুরু হয়েছে বারুইপুর মিলন মেলা! এবারের বিশেষ আকর্ষণ ইন্দোনেশিয়ার জলপরীরা, শো মিস করবেন না, মেলা চলবে ১ মাস
এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বর্তমানে এই গ্রামীণ সড়ক হলেও নিত্যদিন মোটরবাইক বাহিনীর অতি দ্রুত গতিতে চালানোর ফলেই নিত্যদিন ঘটেছে দুর্ঘটনা। দ্রুত গতিতে বাইক চালানোর কারণেই একের পর এক দুর্ঘটনা ঘটেছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ জানিয়েছে, “বর্তমানে আহত অবস্থায় সকলেই চিকিৎসাধীন আছেন। অবস্থা স্থিতিশীল রয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল তাও খতিয়ে দেখা হবে। তবে দুজন পুলিশ কর্মী আমাদের আহত হয়েছেন। গ্রামের বাসিন্দারা দ্রুত ছুটে এসে তড়িঘড়ি তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন চিকিৎসার জন্য।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
November 17, 2025 5:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad: ডিউটিতে যাওয়ার পথে অঘটন! পুলিশের বাইকের সঙ্গে মুখোমুখি ধাক্কা অন্য বাইকের, ছিটকে পড়ে আহত ২ পুলিশকর্মী-সহ ৪

