Haldia: হলদিয়ার ছাপাখানায় আগুন! চোখের নিমেষে পুড়ে ছাই দামী মেশিন, কম্পিউটার-সহ সব, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে পুলিশ

Last Updated:

Haldia News: হলদিয়ার ছাপাখনায় আগুন। সোমবার ব্রজলালচক হাইরোডের কাছে হলদিয়ার প্রবেশদ্বার বাপুজী মার্কেটের এক ছাপা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি।

আগুন প্রতীকী ছবি
আগুন প্রতীকী ছবি
হলদিয়া, পূর্ব মেদিনীপুর, সুজিত ভৌমিক: হলদিয়ার ছাপাখানায় আগুন। শিল্প শহরে চাঞ্চল্য। সোমবার সপ্তাহের প্রথম দিনই শিল্পাঞ্চলের একটি ছাপাখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। পুড়ে ছাই দরকারি কাগজপত্র, মেশিন।
ব্রজলালচক হাইরোডের কাছে হলদিয়ার প্রবেশদ্বার বাপুজী মার্কেটের এক ছাপা কারখানায় আগুন লাগে সোমবার। কারখানার ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় মানুষজন। তড়িঘড়ি তারাই খবর দেন দমকলে।
আরও পড়ুনঃ মৎস্যজীবীদের ঐতিহ্যের ধ্বজা ভাগীরথীতে! শান্তিপুরের নৌকা বাইচে ৭৫ ফুটের দৈত্যাকার তরণী, নদীর দু’পাড়ে জনসমুদ্র, রইল ভিডিও
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। স্থানীয় মানুষজনের সহযোগিতায় এবং দমকল বাহিনীর তৎপরতায় কয়েক ঘণ্টার মধ্যে ছাপাখানার আগুন নিয়ন্ত্রণে আসে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শুরু হয়েছে বারুইপুর মিলন মেলা! এবারের বিশেষ আকর্ষণ ইন্দোনেশিয়ার জলপরীরা, শো মিস করবেন না, মেলা চলবে ১ মাস
বিমলা এন্টারপ্রাইজ নামের ওই ছাপা কারখানা কর্তৃপক্ষ জানান, বহু দরকারি কাগজপত্র, কম্পিউটার এবং ফ্লেক্সের মেশিন পুড়ে ছাই হয়ে গিয়েছে। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। ছাপাখানায় আগুন লাগার ঘটনার তদন্তে নেমেছে হলদিয়ার ভবানীপুর থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Haldia: হলদিয়ার ছাপাখানায় আগুন! চোখের নিমেষে পুড়ে ছাই দামী মেশিন, কম্পিউটার-সহ সব, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে পুলিশ
Next Article
advertisement
ধুরন্ধর নিয়ে এত হইচই, কে ছিলেন রেহমান ডাকাত? মায়ের গলা কেটেছিলেন পাক গ্যাংস্টার, কাটা মাথা দিয়ে ফুটবল খেলতেন !
ধুরন্ধর নিয়ে এত হইচই, কে ছিলেন রেহমান ডাকাত? মায়ের গলা কেটেছিলেন পাক গ্যাংস্টার
  • ধুরন্ধর নিয়ে এত হইচই, কে ছিলেন রেহমান ডাকাত?

  • মায়ের গলা কেটেছিলেন পাক গ্যাংস্টার

  • কাটা মাথা দিয়ে ফুটবল খেলতেন !

VIEW MORE
advertisement
advertisement