Nadia: মৎস্যজীবীদের ঐতিহ্যের ধ্বজা ভাগীরথীতে! শান্তিপুরের নৌকা বাইচে ৭৫ ফুটের দৈত্যাকার তরণী, নদীর দু'পাড়ে জনসমুদ্র, রইল ভিডিও

Last Updated:

Boat Race: নদিয়া জেলার শান্তিপুরের মৎস্যজীবীদের উদ্যোগে আয়োজিত সারা বাংলা নৌকা বাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে ভাগীরথী নদীর তীরে উপচে পড়ল হাজারো দর্শকের ভিড়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৯'টি দল অংশ নেয় প্রতিযোগিতায়।

+
শান্তিপুরের

শান্তিপুরের মৎস্যজীবীদের নৌকা বাইচ প্রতিযোগিতা

শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: নৌকা বাইচ প্রতিযোগিতায় স্টিমারঘাট যুব সংঘের ৭৫ ফুট নৌকার অংশগ্রহণ। মৎস্যজীবীদের উদ্যোগে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতায় এ বছর প্রথমবার অংশগ্রহণ করল স্টিমারঘাট যুব সংঘ। ক্লাবের পক্ষ থেকে প্রতিযোগিতায় হাজির করা হয়েছে বিশাল ৭৫ ফুট লম্বা একটি নৌকা, যা দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।
এদিকে পুরো প্রতিযোগিতাকে ঘিরে ভাগীরথী নদীর ধারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন। নৌকো চলাচল, দর্শকদের ভিড় ও প্রতিযোগিতার গতিবিধি নজরে রাখতে মোতায়েন রয়েছেন বহু পুলিশ কর্মী। প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, যাতে কোনও ধরনের দুর্ঘটনা না ঘটে।
আরও পড়ুনঃ শুরু হয়েছে বারুইপুর মিলন মেলা! এবারের বিশেষ আকর্ষণ ইন্দোনেশিয়ার জলপরীরা, শো মিস করবেন না, মেলা চলবে ১ মাস
উৎসবের আবহে স্থানীয় মানুষজন ও দর্শকদের ভিড় জমে উঠেছে নদীর দুই পাড়ে। নৌকা বাইচ দেখতে উৎসাহে মেতে উঠেছে গোটা এলাকা। নদিয়া জেলার শান্তিপুরের মৎস্যজীবীদের উদ্যোগে আয়োজিত সারা বাংলা নৌকা বাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে ভাগীরথী নদীর তীরে উপচে পড়ল হাজারো দর্শকের ভিড়। প্রায় ১৫ বছর ধরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা এখন শুধুই স্থানীয় উৎসব নয়, বরং রাজ্যজুড়ে একটি জনপ্রিয় জলক্রীড়া মহোৎসবে পরিণত হয়েছে। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ন’টি দল অংশ নেয় নৌকা বাইচ প্রতিযোগিতায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ এবার বিমানে চেপে পুরুলিয়া! দ্বিতীয় বিশ্বযুদ্ধের এয়ারস্ট্রিপকে বিমানবন্দরের রূপ দিচ্ছে রাজ্য সরকার, কাজ শুরু আধিকারিকদের
প্রতিযোগিতার প্রথম স্থানাধিকারী দলকে ট্রফি-সহ ৫০ হাজার টাকার পুরস্কার, দ্বিতীয় স্থান অধিকারী দলকে ট্রফি-সহ ৩০ হাজার টাকা এবং বাকি সাতটি দলকে ২ হাজার টাকা করে আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে। আয়োজকদের মতে, মৎস্যজীবী সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতেই এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতি বছর।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দর্শকদের নিরাপত্তা এবং প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নদীতে মোতায়েন করা হয় বিপর্যয় মোকাবিলা দফতরের বিশেষ টিম এবং পুলিশ বাহিনী। জলের উপর এবং আশপাশে নজরদারিতে ছিল বেশ কয়েকটি নৌকা ও সুরক্ষা টিম। ভিড় সামলাতে প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia: মৎস্যজীবীদের ঐতিহ্যের ধ্বজা ভাগীরথীতে! শান্তিপুরের নৌকা বাইচে ৭৫ ফুটের দৈত্যাকার তরণী, নদীর দু'পাড়ে জনসমুদ্র, রইল ভিডিও
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement