Purulia News: এবার বিমানে চেপে পুরুলিয়া! দ্বিতীয় বিশ্বযুদ্ধের এয়ারস্ট্রিপকে বিমানবন্দরের রূপ দিচ্ছে রাজ্য সরকার, কাজ শুরু আধিকারিকদের

Last Updated:

Purulia News: খুশির খবর জঙ্গলমহলে। অবশেষে পুরুলিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ হতে চলেছে। জেলায় বিমানবন্দর তৈরির চেষ্টায় উদ্যোগী হল রাজ্য সরকার। ইতিমধ্যেই রানওয়ে এলাকা পরিদর্শন করে গিয়েছেন আধিকারিকেরা।

+
পুরুলিয়ায়

পুরুলিয়ায় গড়ে উঠতে চলেছে বিমানবন্দর

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: দীর্ঘ দিনের অপেক্ষা। এবার কি তাহলে হতে চলেছে সেই অপেক্ষার অবসান! পরিবহনের ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন ঘটতে চলেছে জঙ্গলমহল পুরুলিয়ায়। পরিত্যক্ত বিমান ঘাঁটিতে এবার বিমান ওড়ানোর পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার। পুরুলিয়া শহর থেকে মাত্র ১০ কিমি দূরে ছড়রাতে তৈরি হতে চলেছে অত্যাধুনিক বিমানবন্দর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জরুরি পরিস্থিতিতে বিমান ওঠা-নামার জন্য পুরুলিয়া মফঃস্বল থানার ছড়রাতে এয়ারস্ট্রিপ তৈরি করেছিল ব্রিটিশ শাসকরা। বর্তমানে সেটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।
ব্রিটিশদের ফেলে যাওয়া সেই রানওয়ে অর্থাৎ এয়ারস্ট্রিপকে অত্যাধুনিক বিমানবন্দরে রূপান্তরিত করতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্য সরকারের পরিবহন দফতরের এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার এবং ভূমি দফতরের আধিকারিকরা রানওয়ে এলাকা পরিদর্শন করে গিয়েছেন। জানা যাচ্ছে, বিমানবন্দরটি ১৭২২ মিটার দৈর্ঘ্য ও ৩৫০ মিটার প্রস্থযুক্ত হবে। বিমানবন্দরের ডিপিআর তৈরি করে সেই রিপোর্ট রাজ্য সরকারের কাছে পাঠান হবে।‌
advertisement
আরও পড়ুনঃ ইউটিউব দেখে ছৌ নাচ শিখে তাক লাগাচ্ছেন পুরুলিয়ার কলেজ ছাত্র! মুগ্ধ সকলে, বিশ্বমঞ্চে জেলার গৌরব ছড়ানোর স্বপ্ন, রইল ভিডিও
এ বিষয়ে পুরুলিয়ার জেলা শাসক সুধীর কোনথাম বলেন, টেকনিক্যাল টিম গোটা এলাকা পরিদর্শন করে দেখেছেন। রানওয়ের দুই পাশে একটি রেললাইন রয়েছে ও একটি হাইটেনশন লাইন রয়েছে। টেকনিক্যাল টিমের মত অনুসারে, এই এলাকা বিমান নামার অনুপযোগী। তাই ওই এলাকায় পরিকাঠামোগত পরিবর্তন করতে হবে। টেকনিক্যাল টিম সমস্ত কিছুই খতিয়ে দেখছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বিশেষ উন্নতমানের কেঁচো দিয়ে হাজার হাজার টন ভার্মি কম্পোস্ট তৈরি হচ্ছে দুর্গাপুরে, জমিতে দিলে তরতরিয়ে বাড়বে গাছ
এ বিষয়ে স্থানীয় এক ব্যবসায়ী ইন্দ্র কুমার দান বলেন, পুরুলিয়ায় বিমানবন্দর তৈরি হলে পুরুলিয়ার চেহারা বদলে যাবে। বাণিজ্যিকভাবে অনেকটাই সমৃদ্ধ হয়ে উঠবে এই জেলা। পর্যটনের দিক থেকেও আরও অনেকটা উন্নতি হবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুরুলিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এই জেলায় গড়ে উঠবে বিমানবন্দর। মূলত জেলাবাসীর বিমানের সুবিধা উপভোগ করতে হলে ভিন জেলা কিংবা ভিন রাজ্যে যেতে হয়। তাই এই জেলাতেই যদি বিমানবন্দর গড়ে ওঠে তাহলে সমস্ত দিক থেকেই উপকৃত হবে জেলার মানুষজন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: এবার বিমানে চেপে পুরুলিয়া! দ্বিতীয় বিশ্বযুদ্ধের এয়ারস্ট্রিপকে বিমানবন্দরের রূপ দিচ্ছে রাজ্য সরকার, কাজ শুরু আধিকারিকদের
Next Article
advertisement
Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
  • বাগদান হয়ে গেল রাইহান বঢরার৷

  • প্রিয়াঙ্কা এবং রবার্ট বঢরার পুত্র রাইহান৷

  • বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান সম্পন্ন৷

VIEW MORE
advertisement
advertisement