Accident: কলেজের নবীন বরণ অনুষ্ঠানে যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনা! দুই বাইকের মুখোমুখি ধাক্কা, আহত ৩ কলেজের বদলে সোজা হাসপাতালে
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Cooch Behar Accident: মঙ্গলবার মাথাভাঙ্গা কলেজে নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনা। দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হন তিনজন। একজনের অবস্থা আশঙ্কাজনক।
মাথাভাঙ্গা, কোচবিহার, রাজেশ দাশ: কলেজের নবীন বরণ অনুষ্ঠানে যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনা। দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ। স্থানীয়দের তৎপরতায় মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিনজন।
মঙ্গলবার মাথাভাঙ্গা কলেজে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে মাথাভাঙা ১ ব্লকের বৈরাগীরহাট অশোকবাড়ি এলাকায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হন তিনজন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।
আরও পড়ুনঃ দ্রুত গতির ডাম্পার পিষে দিল স্কুটি চালককে! র*ক্তে ভাসছে সড়ক, দুর্গাপুরে পথ অবরোধ ক্ষুব্ধ স্থানীয়দের
বাইক দুর্ঘটনায় আহত তিনজন হলেন সিজু সরকার, জুলফিকার আলি এবং বেবি রায়। তিন আহতের মধ্যে সিজু গুরুতরভাবে আহত হয়েছেন। পচাগড় পঞ্চায়েতের বেলতলা এলাকার বাসিন্দা সিজু সরকারকে কোচবিহারে স্থানান্তরিত করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ডিউটিতে যাওয়ার পথে অঘটন! পুলিশের বাইকের সঙ্গে মুখোমুখি ধাক্কা অন্য বাইকের, ছিটকে পড়ে আহত ২ পুলিশকর্মী-সহ ৪
জুলফিকার আলি মাথাভাঙা মহকুমা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে বেবি রায়ের চোট তেমন গুরুতর নয়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইক দুটি আটক করে তদন্ত শুরু করছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
First Published :
November 18, 2025 6:03 PM IST

