TRENDING:

Coochbehar News: আগুন লেগে গেল কোচ রাজাদের বাগানে, বাদুরে ঢাকল কোচবিহারের আকাশ

Last Updated:

কোচ রাজাদের সমস্ত সম্পত্তির যাবতীয় দায়িত্বভার এখন কোচবিহার দেবত্তর ট্রাস্ট বোর্ডের। কবিরাজ বাগান‌ও তারাই দেখভাল করে। এদিন স্থানীয়রাই প্রথম বাগানে আগুন জ্বলতে দেখেন। এই অগ্নিকাণ্ডের জেরে বাগানে থাকা বাদুরগুলি গোটা এলাকাজুড়ে উড়তে থাকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: কোচ রাজাদের আমলের বিখ্যাত কবিরাজ বাগানে আচমকাই অগ্নিকাণ্ড। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। তবে সংরক্ষিত এই বাগানে কী করে আগুন লাগল তা বুঝে উঠতে পারেনি কেউ। এই বাগান বাদুর বাগান নামে বহুল প্রচলিত। এখানে প্রচুর বিরল প্রজাতির বাদুর বসবাস করে। তাছাড়া এই বাগানের মধ্যে ঔষধি গুণাবলী সম্পন্ন প্রচুর গাছপালা আছে। তাই এর নাম কবিরাজ বাগান। এই অগ্নিকাণ্ডে বাগানের সেইসব মূল্যবান গাছপালা এবং বিরল প্রজাতির বাদুরের ক্ষতি হবে বলে আশঙ্কা।
advertisement

কোচ রাজাদের সমস্ত সম্পত্তির যাবতীয় দায়িত্বভার এখন কোচবিহার দেবত্তর ট্রাস্ট বোর্ডের। কবিরাজ বাগান‌ও তারাই দেখভাল করে। এদিন স্থানীয়রাই প্রথম বাগানে আগুন জ্বলতে দেখেন। এই অগ্নিকাণ্ডের জেরে বাগানে থাকা বাদুরগুলি গোটা এলাকাজুড়ে উড়তে থাকে। দমকলে খবর দেওয়া হয়। দ্রুত দমকলের একটি ইঞ্জিনে এসে এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। স্থানীয়দের একাংশের ধারণা, বিড়ি বা সিগারেটের আগুন থেকেই এই ঘটনা ঘটেছে।

advertisement

আরও পড়ুন: নিম্নমানের বালি-সিমেন্ট দিয়ে তৈরি হচ্ছে কালভার্ট! কাজ বন্ধের হুঁশিয়ারি গ্রামবাসীদের

কোচবিহার শহরের পরিবেশপ্রেমী অতনু বণিক এই প্রসঙ্গে বলেন, দীর্ঘ সময় ধরে কোচবিহারের বাদুর বাগানে প্রচুর বিরল প্রজাতির বাদুর বসবাস করছে। সারা বছর ওরা এখানেই থাকে। আগামী দিনে আবার অগ্নিসংযোগের ঘটনা ঘটলে বাদুড়গুলির অস্তিত্বই সঙ্কটের মুখে পড়ে যাবে। আগেও একবার আগুন লেগে গিয়েছিল বাদুর বাগানে। আবার‌ও এই ঘটনা ঘটায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ চান সমস্যা সমাধানের জন্য। এদিকে রাজ আমলের বাগানে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে প্রশাসনিক কোন‌ও কর্তা মন্তব্য করতে চাননি।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: আগুন লেগে গেল কোচ রাজাদের বাগানে, বাদুরে ঢাকল কোচবিহারের আকাশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল