Coochbehar News: নিম্নমানের বালি-সিমেন্ট দিয়ে তৈরি হচ্ছে কালভার্ট! কাজ বন্ধের হুঁশিয়ারি গ্রামবাসীদের

Last Updated:

ঠিকাদার সংস্থাকে নিশানা করেছেন গ্রামবাসীদের একাংশ। তাদের অভিযোগ, খারাপ গুণমানের দ্রব্য দিয়ে কাজ করছে ওই ঠিকাদার।

+
নিম্নমানের

নিম্নমানের কাজ, বিক্ষোভ স্থানীয়দের

কোচবিহার: নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে কালভার্ট। এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। মাথাভাঙা-১ ব্লকের হাজরা হাট-১ পঞ্চায়েতের বগদুল তোলা এলাকার ঘটনা। এই এলাকায় একটি কালভার্ট তৈরি হচ্ছে। কিন্তু সেখানে কোন‌ও লোহার রড ব্যবহার করা হচ্ছে না। গ্রামবাসীদের প্রশ্ন, লোহার রড ছাড়া কীভাবে ঢালাই করা হবে। তাঁরা কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন।
এই বিষয়ে ঠিকাদার সংস্থাকে নিশানা করেছেন গ্রামবাসীদের একাংশ। তাদের অভিযোগ, খারাপ গুণমানের দ্রব্য দিয়ে কাজ করছে ওই ঠিকাদার। বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনিক আধিকারিকদের জানানো হলেও তারা কোন পদক্ষেপ করেননি বলে দাবি এলাকার মানুষের। তাই বাধ্য হয়ে তাঁরা বিক্ষোভ দেখান বলে জানিয়েছেন।
advertisement
advertisement
বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং ঠিকাদার সংস্থাকে ফোন করা হলেও তাঁদের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য এই কালভার্টটি তৈরি দাবি ছিল দীর্ঘদিনের। শেষ পর্যন্ত রেল দফতর এটি তৈরির জন্য অর্থ বরাদ্দ করে। তবে টেন্ডার করা হয় স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে। গ্রামবাসীদের অভিযোগ, ঠিকাদার নিম্নমানের বালি ও সিমেন্ট ব্যবহার করছেন। সেই সঙ্গে লোহার রড ছাড়াই এত বড় কাজ হচ্ছে।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: নিম্নমানের বালি-সিমেন্ট দিয়ে তৈরি হচ্ছে কালভার্ট! কাজ বন্ধের হুঁশিয়ারি গ্রামবাসীদের
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement