TRENDING:

Mushroom Cultivation: ধান ছেড়ে মাশরুম চাষে ঝুঁকছেন কোচবিহারের কৃষকরা

Last Updated:

কোচবিহারে বাড়ছে মাশরুম চাষ। বেশি লাভের আশায় কৃষকরা ধান, পাট বাদ দিয়ে মাশরুম চাষের দিকে ঝুঁকছেন। জেলায় উৎপাদিত মাশরুম ভিন রাজ্য, এমনকি বিদেশেও রফতানি হচ্ছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: চিরাচরিত ধান, পাট চাষের বদলে বিকল্প পথ খোঁজার চেষ্টা করছেন কৃষকরা। কারণ ধান, পাট, আলু চাষ আগের মতো লাভদায়ক হচ্ছে না। আর সেই বিকল্প চাষে ঝোঁক বাড়ছে। সেই বিকল্প চাষের তালিকার প্রথম দিকে আছে মাশরুম। কোচবিহারের কৃষকরা বর্তমানে মাশরুম চাষ করে রীতিমতো আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে শুরু করেছেন। এই জেলার মাশরুম বিদেশে পর্যন্ত রফতানি হচ্ছে।
advertisement

আরও পড়ুন: আন্তর্জাতিক সম্মেলনে বিশেষ স্বীকৃতি প্রধান শিক্ষককে

ঘটনা হল, এর আগে কোচবিহারে মাশরুম চাষের তেমন একটা ঐতিহ্য ছিল না। বর্তমানে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে মাশরুম চাষের প্রসার ঘটচ্ছে জেলাজুড়ে। নানাপ্রজাতির মাশরুম উৎপাদন হচ্ছে এখানে। তবে শুধু মাশরুম উৎপাদন আর তা দেশ-বিদেশে রফতানি করাই নয়, মাশরুম ভিত্তিক ফুড প্রসেসিং ইউনিটও গড়ে উঠেছে জেলায়। সেখানে মাশরুমের আচার, মাশরুমের বড়ি, মাশরুমের নুডলস তৈরি হচ্ছে। মাশরুমের লাভ দেখে অনেক কৃষক‌ই অন্যান্য ফসল বাদ দিয়ে এই চাষের দিকে ঝুঁকছেন।

advertisement

View More

মাশরুম উৎপাদক বিপ্রজ্যোতি ভৌমিক বলেন, এতোদিন কী উপায় ও পদ্ধতি অবলম্বন করে মাশরুম চাষ করতে হয় সেই ধারণা ছিল না বহু কৃষকের। তবে বর্তমানে এই বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দিয়ে তাঁদের মাশরুম চাষে উৎসাহিত করা হচ্ছে। তিনি জানান, এই মুহূর্তে কোচবিহারে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে মাশরুম চাষ। এই চাষের জন্য খুব একটা পুঁজির দরকার হয় না, উল্টে মুনাফা বেশি। ফলে আর্থিকভাবে স্বাবলম্বী হতে কৃষকরাও মাশরুম চাষ করার জন্য এগিয়ে আসছে। আগামী দিনে এই মাশরুম চাষের হাত ধরে কোচবিহারের অর্থনীতিতে বড় পরিবর্তন আসতে পারে বলে দাবি করেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Mushroom Cultivation: ধান ছেড়ে মাশরুম চাষে ঝুঁকছেন কোচবিহারের কৃষকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল