স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, দীর্ঘ সময় ধরেই ওই ব্যক্তির সঙ্গে পরকীয়ার সম্পর্ক লিপ্ত ছিলেন এলাকার ওই মহিলা। তবে এদিন এলাকার মানুষেরা হাতেনাতে ধরে ফেলেন দুজনকে। তারপর ওই ব্যক্তিকে বৈদ্যুতিক তারের খুঁটির সঙ্গে বেধে রাখা হয় দীর্ঘ সময় পর্যন্ত।
আরও দেখুন
তারপর মেখলিগঞ্জ থানার পুলিশ এসে সেই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। গোটা এই বিষয়ে নিয়ে রীতিমত তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তবে এলাকায় যেন আরও কোনোও অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেই জন্য পুলিশ মোতায়েন করা রয়েছে এলাকায়।
advertisement
আরও দেখুন
পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে, কাশিমের হাট এলাকায় এক মহিলার সঙ্গে এক ব্যক্তির বহির্ভূত সম্পর্কের কারণে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। অভিযুক্ত ব্যক্তিকে রীতিমত বৈদ্যুতিক তারের খুঁটির সাথে বেঁধে আটকে রাখা হয়েছিল। তবে পুলিশের কাছে খবর আসলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তবে গোটা ঘটনার কোন লিখিত অভিযোগ থানায় জমা করা হয়নি। তবে এলাকায় যেন কোন প্রকার অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।
Sarthak Pandit