কলেজপাড়ার বাসিন্দা ছিলেন ওই প্রৌঢ় বিনয়কৃষ্ণ বর্মন। তবে কিভাবে জনৈক ওই প্রৌঢ়ের মৃত্যু হল তা নিয়ে রীতিমত ধোঁয়াশা তৈরি হয়েছে। গোটা এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে নেমেছে দিনহাটা থানার পুলিশ।
আরও পড়ুন: শোভনদেবের ফোন ধরবেন না শুভেন্দু, দাবি আদায়ে দিল্লিতে একাই লড়বে তৃণমূল!
স্থানীয় সূত্রে জানা গেছে, "মঙ্গলবার কীর্তন শুনতে প্রতিবেশীর বাড়ি গিয়েছিলেন বিনয়কৃষ্ণ বর্মন। তারপর থেকে আর বাড়ি ফিরে আসেননি তিনি। গতকাল তাঁর স্ত্রী মায়ারানি বর্মন দিনহাটা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন দিনহাটা থানায়। প্রৌঢ়ের খোঁজে তদন্তে নামে দিনহাটা থানার পুলিশ। তবে এদিন সকালে আচমকাই এলাকার স্থানীয় বাসিন্দারা দিঘিতে একটি মৃতদেহ ভেসে উঠিতে দেখেন। এরপর দ্রুত খবর পাঠানো হয় দিনহাটা থানায়। খবর দেওয়া হলে দিনহাটা থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।"
advertisement
আরও পড়ুন: বাসস্ট্যান্ডেই স্বয়ংসিদ্ধা ক্যাফে, রাজ্যে প্রথম আসানসোলে! বড়দিনের বিরাট চমক
দিনহাটা থানার পুলিশ সূত্রে খবর, "মঙ্গলবার রাতে এক প্রতিবেশীর বাড়িতে কীর্তন শুনতে চান জনৈক ওই প্রৌঢ়। তারপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। গত দুদিন নিখোঁজ থাকার পর আচমকাই এদিন তার দেহ দিনহাটা কলেজ সংলগ্ন দিঘিতে ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারপর খবর আসে দিনহাটা থানার পুলিশের কাছে। পুলিশ গিয়ে ওই মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করে। পরে ওই প্রৌঢ়ের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজে ও হাসপাতালে পাঠানো হয়।"