West Bardhaman News: বাসস্ট্যান্ডেই স্বয়ংসিদ্ধা ক্যাফে, রাজ্যে প্রথম আসানসোলে! বড়দিনের বিরাট চমক
- Published by:Suman Biswas
- hyperlocal
Last Updated:
West Bardhaman News: এই ক্যাফেগুলি চালাবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। রাজ্যে প্রথমবার আসানসোলে পথ চলা শুরু করেছে এই স্বয়ংসিদ্ধা ক্যাফে।
আসানসোল, পশ্চিম বর্ধমান : রাজ্যে প্রথমবার নেওয়া হল এমন উদ্যোগ। আসানসোল পুর নিগমের নতুন এই কাজে উপকৃত হবেন রাস্তায় বেরোনো সাধারণ মানুষজন থেকে শুরু করে, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। বড়দিনের আগে পেয়ে সুস্বাদু নানান কেক। যে কেক, পেস্ট্রির স্বাদ সহজেই টেক্কা দেবে বড় দোকানের সঙ্গে। আসানসোল পুরনিগমে যে সমস্ত দোতলা বাস স্ট্যান্ডগুলি, রয়েছে সেখানে নতুন ক্যাফে তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। বাসস্ট্যান্ডের ফাঁকা পড়ে থাকা দোতলা গুলিতে এই নতুন ক্যাফে চালানোর সিদ্ধান্ত নিয়েছে পুর নিগম।
এই ক্যাফেগুলি চালাবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। রাজ্যে প্রথমবার আসানসোলে পথ চলা শুরু করেছে এই স্বয়ংসিদ্ধা ক্যাফে। বড় দিনের আগে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করা এই ক্যাফেতে রয়েছে নানান স্বাদের কেক, পেস্ট্রির অসাধারণ সম্ভার।মূলত আসানসোলে নতুন করে তৈরি হওয়া বাস স্ট্যান্ডগুলিকে দোতলা করা হয়েছিল। লক্ষ্য ছিল সেখানে ক্যাফে তৈরি করা হবে। কিন্তু এতদিন পর্যন্ত সেই জায়গাগুলি ফাঁকা পড়েছিল।
advertisement
advertisement
তারপর পুরনিগম সিদ্ধান্ত নেয়, ওই ফাঁকা ক্যাফে গুলিকে চালানোর জন্য দেওয়া হবে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের। পরিকল্পনা মতো শুরু হয় কাজ। তার ভিত্তিতে রাজ্যে প্রথম বাস স্ট্যান্ড ক্যাফেতে পথ চলা শুরু করেছে স্বয়ংসিদ্ধা ক্যাফে। যেটি চালাবেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। তাদের হাতে তৈরি বিভিন্ন কেক, খাবার পাওয়া যাবে এই ক্যাফে গুলিতে।
advertisement
পাশাপাশি সেখানে প্রদর্শনীর আয়োজন করা হবে বলেও জানা গিয়েছে। রাজ্যে প্রথমবার এই ধরনের পদক্ষেপ করতে পেরে খুশি আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় সহ পৌরসভার অন্যান্য আধিকারিক এবং কাউন্সিলররা।
Location :
First Published :
December 23, 2022 5:32 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: বাসস্ট্যান্ডেই স্বয়ংসিদ্ধা ক্যাফে, রাজ্যে প্রথম আসানসোলে! বড়দিনের বিরাট চমক