আরও পড়ুন: ২১ কোটি টাকায় ভোল বদল বোলপুর স্টেশনের, দেখতে কেমন হবে?
কোচবিহার নেতাজি স্কোয়ার সংঘ ক্লাবের পুজো কমিটির সভাপতি অমিত চক্রবর্তী জানান, ৬০ বছরের পুজোয় তাঁদের ইচ্ছে ছিল বড় মাপের থিম পুজো করার। তবে সেই সময় করোনা অতিমারি চলায় তা সম্ভব হয়নি। সেই কারণে এই বছর নজরকাড়া থিমের আয়োজন করেছেন তাঁরা। কোচবিহারের বাইরের দক্ষ কারিগরেরা এই থিম তৈরি করছেন। এই বছর যে থিমের আয়োজন করা হয়েছে তা হল ‘ডোকরা’। গোটা পুজো প্যান্ডেলজুড়ে থাকবে ডোকরা শিল্পীদের হাতের নিপুন কাজ। এ ছাড়াও সম্পূর্ন পুজো প্যান্ডেলে থাকতে চলেছে চন্দননগরের আকর্ষনীয় আলোকসজ্জা।
advertisement
নেতাজি স্কোয়ার সংঘ ক্লাবের পুজো কমিটির সম্পাদক বীরাজ শর্মাধিকারি জানান, এই বছর তাঁদের ক্লাবের পুজোর মোট বাজেট ৫০-৫৫ লক্ষ টাকা। বাঁকুড়ার ডোকরা শিল্পকে তাঁদের এই পুজো প্যান্ডেলে তুলে ধরা হবে। রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইলা এই থিমের মণ্ডপ তৈরির কাজ করছেন। তবে এর পাশাপশি পুজোর থিমের মূর্তির উপরেও বিশেষ ভাবে নজর দেওয়া হয়েছে। সম্পূর্ণ ডোকরা শিল্পের আদলেই তৈরি করা হচ্ছে এবারের দুর্গা মূর্তি।
সার্থক পণ্ডিত