Birbhum News: ২১ কোটি টাকায় ভোল বদল বোলপুর স্টেশনের, দেখতে কেমন হবে?
- Reported by:SOUVIK ROY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
২১ কোটি টাকা খরচ করে ভোল বদলে ফেলা হবে বোলপুর স্টেশনের, অমৃত ভারত প্রকল্পে কাজ হবে
বীরভূম: অমৃত ভারত প্রকল্পে বোলপুর স্টেশনকে নতুনভাবে সাজিয়ে তোলার জন্য ২১ কোটি ১ লাখ টাকা বরাদ্দ করেছে রেল। রূপ পরিবর্তনের পাশাপাশি যাত্রীদের সুযোগ-সুবিধার কথা মাথায় রেখেও নানান পরিবর্তন আনা হবে বলে জানা গিয়েছে। আগামী দিনে বোলপুর স্টেশনে নামলে রীতিমত চমকে উঠবেন সকলে।
বীরভূম জেলার মোট চারটি স্টেশন অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আছে। সেগুলি হল- রামপুরহাট, বোলপুর, নলহাটি এবং সাঁইথিয়া। তবে প্রথম পর্যায়ে রামপুরহাট এবং বোলপুর স্টেশনকে সাজিয়ে তোলা হবে।
advertisement
এই আধুনিককরণ প্রক্রিয়ায় বোলপুর স্টেশনের কী কী পরিবর্তন হবে তার একটি রূপরেখা পাওয়া গিয়েছে। প্ল্যাটফর্মগুলিকে সাজিয়ে তোলার জন্য মেঝেতে ব্যবহার করা হচ্ছে টালি। এমন টালি ব্যবহার করা হচ্ছে যাতে যাত্রীদের যাতায়াতের সময় কোনওরকম দুর্ঘটনার ঝুঁকি না থাকে। স্টেশন চত্বরের মধ্যেই নতুন পার্কিং প্লেস তৈরি করা হচ্ছে যেখানে বেশি সংখ্যক যানবাহন পার্কিং করা সম্ভব হবে।এছাড়াও যাত্রীদের জন্য থাকবে এসি ওয়েটিং রুম। এছাড়াও ঝুঁকি ছাড়া ট্রেনে যাতে ওঠা ও ট্রেন থেকে নামা যায় তার ব্যবস্থা করা হবে। স্টেশনের চত্বরকে এমনভাবে সাজিয়ে তোলা হবে যাতে বিশেষভাবে সক্ষম যাত্রীরা এবং বয়স্করা আরও বেশি সুবিধা পান।
advertisement
বোলপুর স্টেশনকে সাজিয়ে তোলার জন্য বেশ কয়েক বছর ধরে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছিল। কিন্তু বিভিন্ন সময়ের নানান কারণে সেই পরিকল্পনা থমকে যেতে দেখা যায়। তবে যখন অমৃত ভারত স্টেশন প্রকল্প সামনে আসে তখন রামপুরহাট এবং বোলপুর স্টেশনের তালিকায় প্রথমে থাকে। এরপর থেকে এই স্টেশনকে সাজিয়ে তোলার জন্য তোড়জোড় শুরু হয়েছে। বোলপুরের মানুষ এই উদ্যোগে বেশ খুশি।
advertisement
সৌভিক রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Oct 11, 2023 2:08 PM IST








