East Medinipur News: নিজের কনভয়ে করে দুর্ঘটনায় আহতদের হাসপাতালে পৌঁছে দিলেন প্রাক্তন মন্ত্রী
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাস্তার উপর পড়েছিলেন দুই ব্যক্তি, তাঁদের দেখেই নিজের কনভয়ে তুলে নিলেন প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। পৌঁছে দিলেন হাসপাতালে
পূর্ব মেদিনীপুর: পাশের জেলা পশ্চিম মেদিনীপুর থেকে তমলুকের দিকে আসছিল প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক সৌমেন মহাপাত্রের কনভয়। সেই সময় তিনি লক্ষ্য করেন রাতের অন্ধকারে রাজ্য সড়কের উপর পথ দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন দুই ব্যক্তি। অ্যাম্বুলেন্সের অপেক্ষা না করেই ওই আহতদের কনভয়ে তুলে নিয়ে হাসপাতলে ভর্তি করলেন প্রাক্তন মন্ত্রী।
বিধায়কের এই মানবিক মুখের প্রশংসা করছেন সকলে। এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। পশ্চিম মেদিনীপুর থেকে দলীয় কর্মসূচি সেরে তমলুকের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। আসার সময় তমলুক থানার অন্তর্গত চনশরপুর এলাকায় পাঁশকুড়া-তমলুক রাজ্য সড়কের উপর জটলা দেখে দাঁড়িয়ে পড়ে তাঁর কনভয়। গাড়ি থেকে নেমে বিধায়ক দেখেন দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুই ব্যক্তি রাস্তায় পড়ে আছেন। সঙ্গে সঙ্গে তিনি তাদের নিজের কনভয়ে তুলে নিয়ে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
advertisement
advertisement
আহতদের যাতে দ্রুততার সঙ্গেতা চিকিৎসা করা হয় সেই ব্যাপারেও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন সৌমেন মহাপাত্র। আহত ওই দুই ব্যক্তির নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনার খবর দেওয়া হয় তমলুক থানায়। তমলুকের বিধায়কের এই মানবিক মুখ প্রশংসিত হচ্ছে সর্বত্র।
সৈকত শী
Location :
Kolkata,West Bengal
First Published :
October 11, 2023 1:50 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: নিজের কনভয়ে করে দুর্ঘটনায় আহতদের হাসপাতালে পৌঁছে দিলেন প্রাক্তন মন্ত্রী