আরও পড়ুন: বাঁধ মেরামতির কাজ চললেও অতি বর্ষণে চিন্তায় স্থানীয়রা
কোচবিহার কলাবাগান ক্লাব ও লাইব্রেরির সম্পাদক সম্রাট সরকার জানান, এই বছর যে থিমের আয়োজন করা হয়েছে তা হল ‘সহজ পাঠ’। তবে একেবারেই স্বল্প বাজেটে তৈরি হচ্ছে এই থিম। মাত্র ৬ লক্ষ টাকায় তৈরি করা হচ্ছে এই সম্পূর্ন থিম। এবারের থিমের মণ্ডপ তৈরি করা হচ্ছে খড়, বাঁশ ও চটের বস্তা দিয়ে। আর তাঁদের প্রতিমা হতে চলেছে ডাকের সাজের সাবেকি প্রতিমা। বিগত বছরগুলির মতো এই বছরেও বেশ ভালই ভিড় হবে বলে মনে করছে পুজো কমিটি। এই থিম সকলকে আকর্ষণ করবে বলে তাঁরা নিশ্চিত। মহালয়ার দিন থেকেই এই পুজো কমিটি দর্শনার্থীদের জন্য খুলে দেবে মণ্ডপ।
advertisement
কলাবাগান ক্লাব ও লাইব্রেরির মণ্ডপ শিল্পী শৌভিক ভৈমিক জানান, গোটা পুজো প্যান্ডেল জুড়ে থাকতে চলেছে চটের বস্তা, মাটি ও বাঁশের নিপুণ হাতের কারুকার্য। সহজ পাঠের কিছু জিনিস এখানে শিল্প কর্মের মাধ্যমে তুলে ধরা হবে। এখানে সহজপাঠের মোট বড় ৬ টি মিউরাল থাকবে। এছাড়া ৮ টি মিউরাল হবে ছোটো ছোট পিলারগুলির মধ্যে। মূলত বর্তমান সময়ে মানুষ গ্রাম বাংলার সংস্কৃতি ভুলে যেতে চলেছে। সেই সংস্কৃতি সকলের সামনে তুলে ধরতে মণ্ডপের এই থিম বেছে নেওয়া হয়েছে।
সার্থক পণ্ডিত





