Howrah News: বাঁধ মেরামতির কাজ চললেও অতি বর্ষণে চিন্তায় স্থানীয়রা
- Reported by:RAKESH MAITY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
বাঁধে ফাটল ধরতেই তা মেরামতির কাজ শুরু করেছে প্রশাসন। কিন্তু টানা বৃষ্টির জেরে দুশ্চিন্তা কমেনি স্থানীয়দের
হাওড়া: অতি বর্ষণে ক্ষতিগ্রস্ত নদী বাঁধ। চিন্তায় ঘুম ওড়ার জোগাড় এলাকাবাসীর। অতি বর্ষণ এবং নদীর জলের তোড়ে দিন কয়েক আগে ক্ষতিগ্রস্ত হয় নদী বাঁধ। উলুবেড়িয়া পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বাঁশতলা সংলগ্ন হুগলি নদীর বাঁধে দেখা দেয় লম্বা ফাটল। অবশ্য প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। কিন্তু বৃষ্টি না থামায় এখনও চিন্তা কমেনি স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, যেকোনও মুহূর্তে ওই বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে গোটা এলাকা। ফলে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে হাওড়ার এই এলাকার মানুষ। এদিকে অবিরাম বৃষ্টির জেরে ফুঁসছে হুগলি নদী। আর তাতেই যেন ঘুম উড়েছে এলাকাবাসীর।
advertisement
advertisement
স্থানীয়রা জানিয়েছেন, প্রায় দেড় বছর আগে নদীর বাঁধের একাংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। ক্ষতিগ্রস্ত স্থান মেরামতির কাজ শুরু হয়েছে। সেই কাজ দ্রুত গতিতেই এগোচ্ছে। কিন্তু সেখান থেকে দেড়শো মিটারের মধ্যে আবার বাঁধ বসে যাওয়ায় চিন্তা বেড়েছে এলাকার মানুষের। যদিও বাঁধ ক্ষতিগ্রস্থ স্থানে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে বাঁধ মেরামতির কাজ। লোহার তারকে খাঁচা করে ইট পাথর এবং বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা চালাচ্ছে প্রশাসনও। স্থানীয় মানুষের কথায়, এবার বাঁধ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে ঘুম উড়েছে সবার। নিম্নচাপের প্রভাবে একটানা বৃষ্টির ফলে আরও চিন্তা বেড়েছে। স্থানীয় মানুষের দাবি, পাকাপাকিভাবে বাঁধ মেরামতি হোক। তাতে নিশ্চিন্তে বসবাস করতে পারবে মানুষ।
advertisement
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 04, 2023 5:58 PM IST









