Coochbehar News: সদর শহর যেন মশার আঁতুড়ঘর! ডেঙ্গির আতঙ্কে কাবু পুরবাসী
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
শহর যেন মশার আঁতুড়ঘর! যত্রতত্র জমে আছে আবর্জনা, নোংরা জল। ডেঙ্গি আতঙ্কে ভুগছে এলাকাবাসী
কোচবিহার: রাজ ঐতিহ্যমণ্ডিত শহর কোচবিহার। এই শহরকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে অনেকদিন আগেই। সুন্দরভাবে সাজিয়েও তোলা হয় শহরকে। কিন্তু হেরিটেজ শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। যত্রতত্র জমে আছে নোংরা আবর্জনা ও জল। ফলে ডেঙ্গির আতঙ্কে ভুগছে কোচবিহারবাসী।
কোচবিহার শহরের একেবারে মধ্যিখানে অবস্থিত হরিশপাল চৌপথি সংলগ্ন বিশ্বাস পাড়া। এই এলাকাতেই রীতিমত আবর্জনার স্তূপ জমে আছে। নোংরা জল জমে আছে। ফলে এলাকায় মশার অত্যাচারে টেকা দায়। এই অবস্থায় ডেঙ্গি ছড়িয়ে পড়ার ভয় পাচ্ছে সবাই। ফলে পুরসভার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।
advertisement
advertisement
স্থানীয় ব্যবসায়ী কবীন্দ্র সরকার জানান, দীর্ঘ সময় ধরে নোংরা আবর্জনার জমে থাকে এই এলাকায়। গ্রীষ্মকালে এই আবর্জনার স্তূপ থেকে দুর্গন্ধ ছড়ায়। আর বৃষ্টি হলেই জল জমে যায়, জায়গাটা হয়ে ওঠে মশার আঁতুরঘর। কাউন্সিলরকে এই বিষয়ে অভিযোগ জানালেও তিনি কোনও কিছুই করছেন না বলে অভিযোগ।
এই ঘটনায় সব অভিযোগের আঙুল স্থানীয় কাউন্সিলর এবং কোচবিহার পুরসভার দিকে। এই বিষয়ে কোচবিহারের পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ জানান, দ্রুত এই বিষয়টি নিয়ে জরুরি পদক্ষেপ নেওয়া হবে।
advertisement
সার্থক পণ্ডিত
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 04, 2023 5:43 PM IST
