TRENDING:

Durga Puja 2023: অ্যামাজনের গহীন অরণ্যের মাঝে রাজস্থানের মন্দির!

Last Updated:

Durga Puja 2023 : অ্যামাজনের বৃষ্টি অরণ্য উঠে গেল কোচবিহারের দুর্গাপুজোয়। আছে আরও বড় এক চমক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: পুজো মানেই প্যান্ডেল হপিং আর জমিয়ে আড্ডা। সঙ্গে ভালো-মন্দ খাওয়া দাওয়া তো আছে।। তবে এবার জেলায় জেলায় থিমের মণ্ডপ আমজনতার পুজোর আনন্দকে দ্বিগুণ করে দিতে চলেছে। কোচবিহারের সদর শহরের আশেপাশে কয়েকটি ভাল মানের থিম পুজো হচ্ছে। শহরের কালীঘাট রোড এলাকার শক্তি সংঘ ক্লাবের পুজো হল এমনই একটি থিম পুজো। এই বছরে তাঁদের পুজো ৬৭ তম বর্ষে পদার্পণ করতে চলেছে। দক্ষিণ আমেরিকার অ্যামাজন জঙ্গল এই পুজোর থিম হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে।
advertisement

আরও পড়ুন: শতবর্ষ আগে বনেদি বাড়ির পুজো কেমন ছিল? ‘হে দোলা’ থিমে ফুটে উঠল সেই ঐতিহ্য

কোচবিহারের এই থিম পুজো নিয়ে আয়োজক কমিটির সহ-সম্পাদক সুশান্ত দেব জানান, প্রায় ১৫ লক্ষ টাকা খরচ করে এই থিম পুজো করা হচ্ছে। এলাকার জঙ্গল ও পুকুরকে ব্যবহার করে এই থিম ফুটিয়ে তুলছেন তাঁরা। যা ছোট থেকে বড় সকলের দারুন পছন্দ হবে। সম্পূর্ন পরিবেশ বান্ধব উপায়া মণ্ডপ তৈরি হচ্ছে। তৃতীয়ার দিন দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে মণ্ডপ।

advertisement

View More

পুজো কমিটির সদস্য তথা শিক্ষক চিত্তরঞ্জন দে জানান, ছোট থেকে বড় সকলেই থিমের পুজো পছন্দ করে থাকেন। তবে সিমের মাধ্যমে যদি কোন একটি নির্দিষ্ট বার্তা তুলে ধরা যায় তবে সেটা আরও ভাল। এই পুজোয় অ্যামাজনে থিমের মাঝে রাজস্থানের এক কাল্পনিক মন্দিরের ভাবনায় মণ্ডপ তৈরি করা হয়েছে। প্রতিবছরের মতো এবারেও তাঁদের মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে বলে উদ্যোক্তাদের আশা।

advertisement

Catch Special Coverage on দুর্গা পূজা 2023 | Durga Puja 2023 Celebration in West Bengal , বাঙালির দুর্গাপূজা 2023 :- দুর্গা পূজা 2023 রেসিপি | দুর্গা পূজা 2023 রেস্তোরাঁ | দূর্গা পূজা 2023 ফ্যাশন | দূর্গা পূজা 2023 ফটো | দূর্গা পূজা 2023 ভিডিও

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Durga Puja 2023: অ্যামাজনের গহীন অরণ্যের মাঝে রাজস্থানের মন্দির!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল