Durga Puja 2023: শতবর্ষ আগে বনেদি বাড়ির পুজো কেমন ছিল? 'হে দোলা' থিমে ফুটে উঠল সেই ঐতিহ্য

Last Updated:

Durga Puja 2023 : জেলার পুজোয় থিমের চমক। বনেদি বাড়ির পুজোর ঐতিহ্য থিম হয়ে ফুটে উঠল নন্দকুমারের মণ্ডপে

+
title=

পূর্ব মেদিনীপুর: বাঙালির প্রিয় দুর্গোৎসব শুরু হয়ে গিয়েছে। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় এখন পুজো উদ্বোধনের ঘটা। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারে একটি পুজো মণ্ডপে বাংলার বহমান কালের সংস্কৃতি ও ঐতিহ্য থিমের আকারে ফুটিয়ে তোলার কাজ চলছে। নন্দকুমারের বিখ্যাত এন এস সি সি ক্লাবের এবারের পুজোর থিম ‘হে দোলা’। শিল্পী গৌরাঙ্গ কুইল্যার ভাবনায় মণ্ডপের কারুকার্যে ফুটে উঠছে বাংলার বহমান কাল।
নন্দকুমারের এন এস সি সি ক্লাবের দুর্গাপুজো প্রথম শ্রেণির পুজো হিসেবে জেলা ও রাজ্যস্তরে বিভিন্ন পুরস্কারে অতীতে পুরস্কৃত হয়েছে। হে দোলা থিম প্রসঙ্গে শিল্পী গৌরাঙ্গ কুইল্যার বক্তব্য, গ্রাম বাংলার চিরাচরিত যাতায়াতের একটি মাধ্যম ছিল পালকি। বর্তমানে পালকি করে যাতায়াত প্রায় উঠেই গেছে। পুরনো দিনের সেই নস্টালজিয়া ফিরিয়ে আনতে মণ্ডপ সজ্জায় পালকির ব্যবহার করা হয়েছে। এছাড়াও মণ্ডপ সজ্জায় স্থান পেয়েছে রংবেরঙের রকমারি কাঁচের কাজ।
advertisement
advertisement
একসময় দুর্গাপুজো মানেই রাজ পরিবার, জমিদার বাড়ি বা বনেদি বাড়ির মাতৃ আরাধনা ছিল। এই হে দোলা থিমের মাধ্যমে পুরোনো দিনের রাজবাড়ির দুর্গাপুজো কেমন হতো সেই সময়টা দৃশ্যবলীকে মূলত ফুটিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে দর্শনার্থীদের সামনে।
এই বছর ৯ বছরে পদার্পণ করেছে নন্দকুমারের এই পুজো। পুজোর বাজেট প্রায় ৩০ লক্ষ টাকা। পুজোর উদ্বোধন পঞ্চমীর দিন। উদ্বোধন করবেন তমলুক রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের মহারাজ। ঐদিন থেকে দশমী পর্যন্ত নানান সংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বলে জানান ক্লাবের কর্মকর্তারা। তাঁদের আশা এই থিম দর্শনার্থীদের পছন্দ হবে।
advertisement

Catch Special Coverage on দুর্গা পূজা 2023 | Durga Puja 2023 Celebration in West Bengal , বাঙালির দুর্গাপূজা 2023 :- দুর্গা পূজা 2023 রেসিপি | দুর্গা পূজা 2023 রেস্তোরাঁ | দূর্গা পূজা 2023 ফ্যাশন | দূর্গা পূজা 2023 ফটো | দূর্গা পূজা 2023 ভিডিও

advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Durga Puja 2023: শতবর্ষ আগে বনেদি বাড়ির পুজো কেমন ছিল? 'হে দোলা' থিমে ফুটে উঠল সেই ঐতিহ্য
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement