West Medinipur News: দ্বিস্তরীয় থিমের মণ্ডপ! একই পুজোয় জোড়া থিমের চমক

Last Updated:

একই মণ্ডপে জোড়া থিম! রামজীবনপুরে দুর্দান্ত চমক। চন্দ্রযান-৩ এর মণ্ডপের ভিতর কাঁসা পিতলের চমকে দেওয়া কাজ

+
title=

পশ্চিম মেদিনীপুর: এবারের দুর্গাপুজোয় থিমের চমক কলকাতা ছাড়িয়ে জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে। তেমনই একটি চমকে দেওয়া পুজো হল রামজীবনপুরের দেওপুর শিবশক্তি ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপ। এই পুজো এবার ১৬ তম বর্ষে পদার্পণ করেছে। এই বছর তাদের থিমের বিন্যাস রীতিমতো তাক লাগিয়ে দেওয়ার মতো। বলা যেতে পারে একই মণ্ডপে দ্বিস্তরীয় থিম ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপের বাইরের অংশ চন্দ্রযান-৩ এর আদলে তৈরি। আর মণ্ডপের ভেতরের অংশে থাকছে কাঁসা, পিতল দিয়ে তৈরি একাধিক প্রতিমার চিত্র ও কারুকার্য।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার রামজীবনপুরের ঐতিহ্য কাঁসা, পিতল শিল্প। আর জগৎবিখ্যাত ঘরোয়া এই শিল্পকে থিমের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন শিল্পী। মণ্ডপের ভিতরের সাজসজ্জায় কাঁসা, পিতলের উপর একাধিক প্রতিমার মূর্তি আছে। যা বাড়তি শোভা বাড়াবে মণ্ডপের ভেতরের অংশে। অন্যদিকে কয়েকদিন আগেই চন্দ্রযান-৩ সফলভাবে উৎক্ষেপণের পর চাঁদের মাটিতে ল্যান্ড করায় সেই স্থানের নাম দেওয়া হয়েছিল শিবশক্তি। আর এই পুজোর আয়োজক ক্লাবের নামেও শিবশক্তি আছে। তাই মণ্ডপেপের বাইরের অংশে থাকছে চন্দ্রযান-৩ এর বিশেষ আকর্ষণ। জোরকদমে চলছে কাঁসা-পিতল শিল্পের উপর দেবদেবীর মূর্তি ফুটিয়ে তোলার কাজ।
advertisement
advertisement
সব মিলিয়ে রামজীবনপুরের এই দেওপুর শিবশক্তি ক্লাবের দুর্গাপুজোয় এই বছর থাকছে একাধিক চমক। যা দর্শনার্থীদের কাছে বাড়তি আকর্ষণ।
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: দ্বিস্তরীয় থিমের মণ্ডপ! একই পুজোয় জোড়া থিমের চমক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement