মদনমোহন বাড়ির স্থাপনকাল থেকেই হয়ে আসছে এই দুর্গাপুজো। তবে বিগত দু'বছর করোনা অতিমারির প্রভাবের কারণে কিছুটা হলেও জৌলুস হারিয়ে ছিল এই দুর্গাপুজো। তবে এই বছর মদন বাড়ির দুর্গাপুজো নিয়ে কিছুটা হলেও আশার আলো দেখতে পারছেন কোচবিহারবাসীরা।
আরও পড়ুন: মিলছে না পেনশন, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া বৃদ্ধ চায়ের দোকান খুললেন 'শিল্পশ্রী'!
advertisement
কোচবিহার দেব ট্রাস্ট বোর্ডের বড়বাবু জয়ন্ত চৌধুরী বলেন, "ইতিমধ্যেই দূর্গাপূজার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কোচবিহার মদনমোহন বাড়িতে। রাজ আমলের রীতি প্রথা মেনে। ময়না কাঠের দন্ডের পূজো হয়ে গিয়েছে এখানে। আগামী চৌঠা সেপ্টেম্বর সেই ময়না কাঠের দন্ড নিয়ে যাওয়া হবে কোচবিহার বড়দেবী বাড়িতে। এছাড়া পুজোর বাকি সময় নির্ঘণ্ট ও নিয়মানুবর্তিতা নিয়ে এর মধ্যেই আলোচনা করা হবে কোচবিহার জেলা শাসকের সঙ্গে। তারপর বাকি বিষয় সম্পর্কে সবাইকে জানিয়ে দেওয়া হবে।"
আরও পড়ুন: জনপ্রিয় শিক্ষক রাস্তায় রাস্তায় 'বহুরূপী' সেজে ঘুরছেন, কারণ শুনে কুর্নিশ শহরবাসীর
রাজ আমলের এই ঐতিহ্যবাহী দুর্গাপুজো বিভিন্ন বাইরের পর্যটকদের সহজেই মন জয় করতে পারে। আর মূলত সে কারণেই এই দুর্গাপুজো দেখতে কোচবিহারে ভিড় জমান বাইরের প্রচুর পর্যটকেরা। এবছর করোনা অতিমারির প্রভাব কিছুটা কম থাকার কারণে প্রচুর পর্যটকেরা আগ্রহী হয়ে রয়েছেন কোচবিহারে মদন বাড়ির দুর্গাপুজো দেখতে আসার জন্য।
কোচবিহার সদর মহকুমা শাসক রাকিবুর রহমান জানান, "রাজামলের সমস্ত রীতি প্রথা মেনেই এ বছর কোচবিহার মদনমোহন বাড়িতে দুর্গাপুজা হতে চলেছে। এবছর করোনার প্রভাব কিচুটা কম থাকায় হয়তো সেরকম বিধি নিষেধ থাকবে না। তবে কিছুদিনের মধ্যেই জেলা শাসকের সাথে আমরা এ বিষয় নিয়ে আলোচনা করব। পরবর্তীতে বিধি নিষেধ সংক্রান্ত সমস্ত বিষয় কোচবিহার বাসিকে জানিয়ে দেওয়া হবে।"
সার্থক পন্ডিত