TRENDING:

Cooch Behar Tourism: রাজ আমলের দুর্গাপুজো দেখতে চান? কোচবিহারের মদনমোহন মন্দির সেরা ঠিকানা

Last Updated:

কোচবিহার মদনমোহন বাড়িতে রাজ আমলের ঐতিহ্য এবং রীতি মেনে করা হয় দুর্গাপুজো। (Durga Puja 2022)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহারে: কোচবিহার মদনমোহন বাড়িতে রাজ আমলের ঐতিহ্য এবং রীতি মেনে আজও দুর্গাপুজো হয়। আর এই দুর্গাপুজো দেখতে কোচবিহার মদনমোহন বাড়িতে ভিড় জমান কোচবিহারবাসীরপাশাপাশি বিভিন্ন জায়গার পর্যটকেরা।
advertisement

মদনমোহন বাড়ির স্থাপনকাল থেকেই হয়ে আসছে এই দুর্গাপুজো। তবে বিগত দু'বছর করোনা অতিমারির প্রভাবের কারণে কিছুটা হলেও জৌলুস হারিয়ে ছিল এই দুর্গাপুজো। তবে এই বছর মদন বাড়ির দুর্গাপুজো নিয়ে কিছুটা হলেও আশার আলো দেখতে পারছেন কোচবিহারবাসীরা।

আরও পড়ুন: মিলছে না পেনশন, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া বৃদ্ধ চায়ের দোকান খুললেন 'শিল্পশ্রী'!

advertisement

কোচবিহার দেব ট্রাস্ট বোর্ডের বড়বাবু জয়ন্ত চৌধুরী বলেন, "ইতিমধ্যেই দূর্গাপূজার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কোচবিহার মদনমোহন বাড়িতে। রাজ আমলের রীতি প্রথা মেনে। ময়না কাঠের দন্ডের পূজো হয়ে গিয়েছে এখানে। আগামী চৌঠা সেপ্টেম্বর সেই ময়না কাঠের দন্ড নিয়ে যাওয়া হবে কোচবিহার বড়দেবী বাড়িতে। এছাড়া পুজোর বাকি সময় নির্ঘণ্ট ও নিয়মানুবর্তিতা নিয়ে এর মধ্যেই আলোচনা করা হবে কোচবিহার জেলা শাসকের সঙ্গে। তারপর বাকি বিষয় সম্পর্কে সবাইকে জানিয়ে দেওয়া হবে।"

advertisement

View More

আরও পড়ুন: জনপ্রিয় শিক্ষক রাস্তায় রাস্তায় 'বহুরূপী' সেজে ঘুরছেন, কারণ শুনে কুর্নিশ শহরবাসীর

রাজ আমলের এই ঐতিহ্যবাহী দুর্গাপুজো বিভিন্ন বাইরের পর্যটকদের সহজেই মন জয় করতে পারে। আর মূলত সে কারণেই এই দুর্গাপুজো দেখতে কোচবিহারে ভিড় জমান বাইরের প্রচুর পর্যটকেরা। এবছর করোনা অতিমারির প্রভাব কিছুটা কম থাকার কারণে প্রচুর পর্যটকেরা আগ্রহী হয়ে রয়েছেন কোচবিহারে মদন বাড়ির দুর্গাপুজো দেখতে আসার জন্য।

advertisement

কোচবিহার সদর মহকুমা শাসক রাকিবুর রহমান জানান, "রাজামলের সমস্ত রীতি প্রথা মেনেই এ বছর কোচবিহার মদনমোহন বাড়িতে দুর্গাপুজা হতে চলেছে। এবছর করোনার প্রভাব কিচুটা কম থাকায় হয়তো সেরকম বিধি নিষেধ থাকবে না। তবে কিছুদিনের মধ্যেই জেলা শাসকের সাথে আমরা এ বিষয় নিয়ে আলোচনা করব। পরবর্তীতে বিধি নিষেধ সংক্রান্ত সমস্ত বিষয় কোচবিহার বাসিকে জানিয়ে দেওয়া হবে।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হাতের ছোঁয়ায় প্রাণ পাচ্ছে প্রতিমা! হাওড়ার স্কুল পড়ুয়ার বানানো মূর্তি দেখলে মুগ্ধ হবেন
আরও দেখুন

সার্থক পন্ডিত 

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar Tourism: রাজ আমলের দুর্গাপুজো দেখতে চান? কোচবিহারের মদনমোহন মন্দির সেরা ঠিকানা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল