কোচবিহার শান্তি কুটির ক্লাব ও ব্যায়ামাগারের গুগল ম্যাপ লিঙ্ক:
পুজো কমিটির সভাপতি অজিত ভৌমিক জানান, "এ বছর আমাদের দুর্গাপুজোর থিম বুর্জ খালিফা। কোচবিহার বাসীর মন জয় করতেই এবছরের দুর্গাপুজোর এই থিম তৈরি করা হচ্ছে। আমরা আশা রাখছি সাধারণ মানুষের এই থিম দারুণ পছন্দ হবে।" কয়েক বছর আগে শান্তি কুটির ক্লাব ও ব্যয়ামাগার কুমোর পাড়ার গরুর গাড়ি থিম তৈরি করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন কোচবিহার বাসিকে। ভীড় উপচে পড়েছিল প্রচুর এই থিমের পুজো দেখতে। তাই এবছর পুজো কমিটির সদস্যরা আশা করছেন ভিড় সেবারের চাইতেও অনেক বেশি হবে। কোচবিহার শান্তিপুরের ক্লাব ও ব্যায়ামাগারে পুজোর বাজেট নিয়ে কোনরকম কার্পণ্যতা করা হয়নি।
advertisement
দীর্ঘ দুমাস ধরে চলছে এই পুজো মণ্ডপ তৈরির কাজ। দুর্গাপুজোর চতুর্থ দিন থেকে উদ্বোধন করা হবে এই মন্ডপটি। কোচবিহারের অন্যান্য সকল পুজোর মধ্যে অন্যতম একটি সেরা পুজোর রূপে আত্মপ্রকাশ করতে চলেছে কোচবিহার শান্তি কুটির ক্লাব ও ব্যায়ামাগারে দুর্গাপুজো। পুজো কমিটির সম্পাদক সুপ্রিয় চৌধুরী বলেন, "মোট ১২ লাখ টাকা থাকছে এ বছর পুজোর বাজেটে। যে থিম আমরা তৈরি করছি, তা কোচবিহারবাসীর মনে দাগ কেটে রাখবে। আমরা আশা করছি এ বছর দুর্গাপুজোয় কোচবিহার শান্তি কুটির ক্লাব ও ব্যয়ামাগারের দুর্গা পুজোর মণ্ডপে ভিড় উপচে পড়বে।"
Sarthak Pandit