TRENDING:

Cooch Behar: গ্রামে তৈরি হচ্ছে পাকা রাস্তা! খুশি এলাকাবাসী

Last Updated:

কোচবিহার ঢাংঢিংগুড়ি এলাকায় পুন্ডিবাড়ী থেকে বানেশ্বর পর্যন্ত যাওয়ার পাকা রাস্তাটি তৈরীর কাজ শুরু করা হয়েছে। দীর্ঘদিন যাবৎ অবহেলায় পড়েছিল এই রাস্তাটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার : কোচবিহার ঢাংঢিংগুড়ি এলাকায় পুন্ডিবাড়ী থেকে বানেশ্বর পর্যন্ত যাওয়ার পাকা রাস্তাটি তৈরীর কাজ শুরু করা হয়েছে। দীর্ঘদিন যাবৎ অবহেলায় পড়েছিল এই রাস্তাটি। তবে আসন্ন পঞ্চায়েত ভোটকে সামনে রেখে দ্রুত গতিতে করা হচ্ছে এই রাস্তা তৈরি কাজ। এলাকার স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী রাস্তাটি দূর্গা পূজার আগেই তৈরি করা সম্পন্ন হয়ে যাবে।
advertisement

এলাকার এক স্থানীয় বাসিন্দা সুব্রত দেবনাথ বলেন, \"দীর্ঘদিন ধরে রাস্তাটি অবহেলায় পড়েছিল। তবে বর্তমানে রাস্তাটির কাজ শুরু করার পরে, বেশ দ্রুতগতিতেই কাজটি করা হচ্ছে। সম্ভবত দূর্গা পূজার আগেই কাজটি সম্পন্ন হয়ে যাবে। এই রাস্তাটি তৈরি সম্পন্ন হলে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই উন্নত হবে। বানেশ্বর থেকে পুন্ডিবাড়ি যাতায়াত করার জন্য তখন এই রাস্তাটিকেই ব্যবহার করা হবে বলে মনে হচ্ছে।\"

advertisement

আরও পড়ুনঃ বেহাল রাস্তা, চলাফেরা করাই দায়! ক্ষোভ এলাকাবাসীর

বানেশ্বর থেকে পুন্ডিবাড়ি পর্যন্ত যাওয়ার ঢাংঢিংগুড়ির এই রাস্তাটি তৈরি করার দাবী জানিয়ে আসছিলেন এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে। তবে বিভিন্ন সরকারি কারণের জন্য রাস্তাটি তৈরি করতে সমস্যা হচ্ছিল। তবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাস্তা তৈরীর কাজ শুরু করা হয়েছে বলে মনে করছেন এলাকার স্থানীয় বাসিন্দারা। এই রাস্তাটি তৈরি হলে বানেশ্বর থেকে পুন্ডিবাড়ি পর্যন্ত যাওয়ার জন্য আর ঘুর পথে কোচবিহার হয়ে যেতে হবে না। তখন বানেশ্বর থেকে ঢাংঢিংগুড়ি হয়ে এই রাস্তাটি দিয়েই পুন্ডিবাড়ী এলাকায় পৌঁছানো সম্ভব হবে খুব দ্রুত।

advertisement

আরও পড়ুনঃ শেষ হয়েছে শ্রাবণী মেলা, কিন্তু হয়নি মাঠ পরিষ্কার!

এলাকার পঞ্চায়েত উপ-প্রধান বিমল সিংহ রায় জানান, \"রাস্তাটি তৈরীর কাজ শুরু করা হয়েছে দুমাস আগেই। বেশ দ্রুত গতিতেই করা হচ্ছে রাস্তা তৈরীর কাজ। রাস্তা তৈরীর কাজকে স্থানীয় পঞ্চায়েত সদস্যরা সবসময় তদারকি করছেন। মাঝে মধ্যে পিডব্লিউডির ইঞ্জিনিয়াররাও এসে দেখে যাচ্ছেন রাস্তা তৈরির কাজটি। আশা করছি দ্রুতই এই কাজটি সম্পন্ন করা সম্ভব হবে। দুর্গা পুজোর আগে কাজটি সম্পন্ন করা হলে, দুর্গাপুজো থেকেই রাস্তাটি চালু করে দেওয়া হবে।\"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিসর্জনে ফ্যাশন ঝড়! যেমন বাহারি চুলেন ছাঁট, তেমন রঙ! সিউড়ির শোভাযাত্রা যেন ফ্যাশন শো
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar: গ্রামে তৈরি হচ্ছে পাকা রাস্তা! খুশি এলাকাবাসী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল