TRENDING:

Coochbehar News: মাথাভাঙা মহকুমা হাসপাতালকে সুপার স্পেশালিটি করার দাবি

Last Updated:

মহকুমা হাসপাতালকে সুপার স্পেশালিটিতে রূপান্তরিত করার দাবি ক্রমশল জোড়ালো হচ্ছে মাথাভাঙায়। এই নিয়ে স্মারকলিপি জমা দিল প্রস্তুতি কমিটি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: মাথাভাঙা মহকুমা হাসপাতালকে সুপার স্পেশালিটিতে পরিণত করার দাবি ক্রমশ জোরালো হচ্ছে। মাথাভাঙা মহকুমার মানুষের এটা দীর্ঘদিনের দাবি। এই নিয়ে মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন জানানো হয়েছে। এই একই দাবিতে এবার কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিল সুপার স্পেশালিটি হাসপাতালের প্রস্তুতি কমিটি।
advertisement

মাথাভাঙা মহাকুমা হাসপাতালের থেকে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালের দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার। এর ফলে গুরুতর অসুস্থ রোগীকে উন্নত চিকিৎসার জন্য কোচবিহারে নিয়ে যাওয়ার পথেই অনেকে প্রাণ হারান। এই প্রসঙ্গে স্থানীয় গিরীন্দ্রনাথ বর্মন বলেন, "মাথাভাঙা মহকুমা এখন‌ও পর্যন্ত যোগাযোগ ব্যবস্থার দিক থেকে অনেকটাই পিছিয়ে আছে। এখানে সুপার স্পেশালিটি হাসপাতাল হলে শুধুমাত্র মাথাভাঙা নয়, পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকার নিম্ন-মধ্যবিত্ত মানুষের উপকার হবে।"

advertisement

আরও পড়ুন: ডিভিসি জল ছাড়ায় খুশি খানাকুলের কৃষকরা

তাঁদের এই আন্দোলন প্রসঙ্গে মাথাভাঙা সুপার স্পেশালিটি হাসপাতালের প্রস্তুতি কমিটির যুগ্ম সম্পাদক জীবন পোদ্দার জানান, "ইতিমধ্যেই বিভিন্নভাবে এই দাবি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রতিটি জেলায় একটি করে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হচ্ছে। কোচবিহার জেলার ক্ষেত্রে মাথাভাঙা মহকুমা হাসপাতালকে সুপার স্পেশালিটি করলে সাধারণ মানুষের উপকার হবে।" তাঁর দাবি, কোচবিহার, তুফানগঞ্জ, দিনহাটার মানুষ মেডিকেল কলেজের সুফল পাচ্ছে। কিন্তু মাথাভাঙা মহকুমার মানুষ তা থেকে বঞ্চিত। একমাত্র সুপার স্পেশালিটি হাসপাতাল হলে এই মঞ্চনা মিটবে।

advertisement

এই বিষয়ে কোচবিহারের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস জানিয়েছেন, মাথাভাঙা সুপার স্পেশালিটি হাসপাতালের প্রস্তুতি কমিটির এই স্মারকলিপি বর্তমান প্রেক্ষাপটে যথেষ্ট যুক্তিযুক্ত। তিনি এলাকার মানুষের এই দাবি জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন বলে জানিয়েছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
বিয়ার ২০০, হুইস্কি ৩০০! বিদেশি মদের টানে সুরাপ্রেমীদের ভিড় জমছে বাংলার 'এই' জেলায়!
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: মাথাভাঙা মহকুমা হাসপাতালকে সুপার স্পেশালিটি করার দাবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল